গ্রিজমানকে একেবারেই কিনে নিল আতলেতিকো

আঁতোয়ান গ্রিজমানছবি: টুইটার

অবশেষে আঁতোয়ান গ্রিজমানকে নিয়ে বেশ কিছুদিন ধরে চলতে থাকা নাটকের ইতি টানল বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ২০২১ সালে ধারে আনা এই ফরাসি তারকাকে খেলানো নিয়ে কয়েক মাস ধরে চলেছে নানা নাটকীয়তা। তবে আর কোনো ঝামেলা না বাড়িয়ে গ্রিজমানকে ২০২৬ সাল পর্যন্ত পাকাপাকিভাবে কিনে নিল আতলেতিকো। নতুন চুক্তিতে গ্রিজমানকে কিনতে আতলেতিকোর খরচ হচ্ছে দুই কোটি ইউরো।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে গ্রিজমানকে কেনার বিষয়টি নিশ্চিত করেছে আতলেতিকো। বিবৃতিতে বলা হয়েছে, ‘আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা আঁতোয়ান গ্রিজমানের সঙ্গে চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে, যিনি ২০২১ সালের গ্রীষ্ম থেকে এখন পর্যন্ত বার্সেলোনা থেকে ধারে এসে খেলছিলেন। এখন ফ্রেঞ্চ স্ট্রাইকার নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার ফলে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত তিনি আমাদের ক্লাবেই থাকছেন।’

২০২৬ পর্যন্ত আতলেতিকোতেই থাকছেন গ্রিজমান
ছবি: টুইটার

২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন গ্রিজমান। তবে ক্যাম্প ন্যুতে বিশ্বকাপজয়ী এই তারকার সময়টা একেবারেই ভালো কাটেনি। ২০২১ সালে ব্যর্থ গ্রিজমান ধারে আবার আতলেতিকোতেই ফিরে আসেন।

তবে ধারে আসার সময় গ্রিজমানের চুক্তিতে নতুন একটি শর্ত জুড়ে দিয়েছিল বার্সা। তাঁকে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি খেলালেই বার্সাকে দিতে হবে বাড়তি চার কোটি ইউরো। বার্সার এই শর্ত মেনে নিয়েই বিপাকে পড়ে আতলেতিকো।

বাড়তি এই অর্থের চাপ এড়াতে এ মৌসুমে পুরো ম্যাচে গ্রিজমানকে খেলাতে পারছিল না মাদ্রিদের ক্লাবটি। প্রতি ম্যাচেই নির্দিষ্ট কিছু সময়ের জন্য এই ফরাসি তারকাকে মাঠে নামাচ্ছিল তারা।

এরপরও বার্সার দাবি ছিল, গ্রিজমানকে আতলেতিকো নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় খেলিয়েছে। যে কারণে ক্লাবটির কাছ থেকে বাড়তি চার কোটি ইউরো দাবি করে কাতালান ক্লাবটি।

জবাবে আতলেতিকো জানায়, আগের মৌসুমে একটু বেশি খেলানো হলেও এ মৌসুমে গ্রিজমানকে কমই খেলিয়েছে তারা। দুই মৌসুম মিলিয়ে গ্রিজমানের ম্যাচ খেলার সময় ৫০ শতাংশের নিচেই থাকবে। তবে আতলেতিকোর এই দাবিকে আমলে না নিয়ে অর্থ আদায়ে মামলা করার হুমকি দেয় কাতালান ক্লাবটি।

একপর্যায়ে অবশ্য সুর নরম করে বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানায়, আদালতে যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান বদলেছে বার্সা। আদালতের বাইরে বসে সমস্যার সমাধান করতে চাইছে ক্লাবটি। আগামী গ্রীষ্মে বার্সেলোনা দলে গ্রিজমান আর বিবেচিত হবেন না বলেও জানায় স্প্যানিশ পত্রিকাটি।

আরও পড়ুন

অন্যদিকে খেলার সময় নিয়ে তৈরি হওয়া জটিলতার সমাধান করে নিজের প্রিয় শিষ্যকে দলে রেখে দিতে চেয়েছিলেন দিয়েগো সিমিওনেও। গ্রিজমানকে পুরো ম্যাচ না খেলানো নিয়ে সিমিওনে বলেছিলেন, ‘আমি ক্লাবের একজন, ক্লাবের স্বার্থ চিন্তা করেই কাজ করি এবং করব।’ গ্রিজমান বলেছিলেন, তিনি আরও বেশি সময় খেলতে চান। নতুন চুক্তির মাধ্যমে গ্রিজমান-সিমিওনের সেই আশাও পূরণ হতে যাচ্ছে।