আবাহনীর জয়ে কিংসের আরেকটি ম্যাচের অপেক্ষা

বসুন্ধরা কিংসের অপেক্ষা বাড়িয়েছে আবাহনী লিমিটেডছবি : বাফুফে

২০০৭ সালে ‘পেশাদার লিগ’ চালুর পর বংলাদেশের ফুটবলে প্রথম হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। সর্বশেষ তিনবার চ্যাম্পিয়ন হয়ে তাদের সেই কীর্তি ছুঁয়েছে বসুন্ধরা কিংসও।

তবে টানা চারটি পেশাদার লিগ জেতা হয়নি কোনো দলের। শুধু তা–ই নয়, স্বাধীন বাংলাদেশের ফুটবলে ৫২ বছরে টানা চারটি লিগ জিততে পারেনি কোনো দল, এমনকি সোনালি দিনের আবাহনী-মোহামেডানও না।

সেই রেকর্ড এবার বসুন্ধরা কিংস গড়তে চলেছে, তা নিয়ে কোনো সংশয় নেই বললেই চলে। চলতি প্রিমিয়ার লিগে হাতে থাকা চারটি ম্যাচের একটি জিতলেই কিংস হয়ে যাবে টানা চারবারের চ্যাম্পিয়ন

সেই দিনটা হতে পারত আজই, যদি কুমিল্লায় শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে যেত আবাহনী লিমিটেড। অন্যদিকে ঢাকায় কিংস অ্যারেনায় জয় দরকার ছিল কিংসের। তাহলেই চার ম্যাচ হাতে রেখে আবাহনীর চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে যেত অস্কার ব্রুজোনের দল। কিংস নিজেদের কাজটা ঠিকই করেছে, চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ২-০ গোলে। কিন্তু কুমিল্লায় আবাহনী ৩-০ গোলে শেখ রাসেলকে হারিয়ে দেওয়ায় শিরোপা জয়ের উৎসবের জন্য আরেকটা ম্যাচ অপেক্ষা করতে হচ্ছে কিংসকে।

২০ ম্যাচে লিগে ১৬ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ৪৩। আবাহনীর ৩৩। কিংসের ১৭তম ম্যাচ ২৬ মে নিজেদের মাঠ কিংস অ্যারেনায় শেখ রাসেলের সঙ্গে। সে ম্যাচ জিতলেই তিন ম্যাচ হাতে রেখে নতুন ইতিহাস গড়বে লাল জার্সিধারীরা।

মোহামেডানের কাছে হেরে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর লিগে বাংলাদেশ পুলিশের কাছে হেরেছিল কিংস। পরপর দুই ম্যাচ হারের পর আজ তারা জয়ে ফিরেছে সহজেই।

১৮ মিনিটে পেনাল্টিতে ১-০ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল। ওই গোলের পরপরই রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে চট্টগ্রাম আবাহনীর ফরহাদ মনা লাল কার্ড দেখেন, ১০ জনের দল হয়ে যায় তারা। কিংসের মতো দলের বিপক্ষে ১০ জন নিয়ে আর পেরে ওঠেনি চট্টগ্রাম আবাহনী।

বসুন্ধরা কিংস খেলোয়াড়দের গোল উদ্‌যাপন
ছবি : বাফুফে

৫০ মিনিটে ২-০ করেছেন কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন। রবসনের কর্নারে দূরের পোস্টে থাকা দরিয়েলতন আলতো করে বল ঠেলেন জালে। লিগে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে নিজেকে আরেকটু এগিয় নিলেন দরিয়েলতন। লিগে তাঁর গোল হলো ১৪টি। এরপর ৬০ মিনিটে রবসন পেনাল্টি আদায় করেন। নিজেই পেনাল্টি নেন, কিন্তু তাঁর শট আটকে দেন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার নাইম।

আরও পড়ুন

কুমিল্লা স্টেডিয়ামে সপ্তম মিনিটে আবাহনীকে এগিয়ে নেন দানিয়েল কলিনদ্রেস। রাফায়েলের বাড়ানো বল পেয়ে এক খেলোয়াড়কে বোকা বানিয়ে জায়গা তৈরি করেন কোস্টারিকার ফরোয়ার্ড। এরপর তাঁর নিখুত প্লেসিং। ৩২ মিনিটে আবাহনী ২-০ করেছে। রাফায়েলের সঙ্গে পাস খেলে নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকার বাঁ পায়ের প্লেসিং। ৭৭ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেছেন এমেকা।

পয়েন্ট তালিকার তিনেই আছে মোহামেডান
ছবি : বাফুফে

দিনের অন্য ম্যাচে জিতেছে মোহামেডান। গোপালগঞ্জে শেখ জামালকে ১-০ গোলে হারিয়েছে সাদা-কালোরা। ৫২ মিনিটে সাজ্জাদ করেছেন গোলটি। এই জয়ে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে শেখ রাসেল চারে। ২১ পয়েন্ট নিয়ে শেখ জামাল নেমে গেছে পাঁচে।