রিয়ালকে বড় ব্যবধানে হারিয়েও স্বস্তি নেই জাভির

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকো মানেই যেন বার্সেলোনার দাপট। এ নিয়ে তিনবার খেলে তিনবারই জিতেছে কাতালান ক্লাবটি। সবশেষ গতকাল রাতে রিয়ালকে বার্সা হারিয়েছে ৩–০ গোলে। আগের ম্যাচে আর্সেনালের কাছে ৫–৩ গোলে হারের পর রিয়ালের বিপক্ষে এ জয়ে দারুণভাবে ছন্দে ফিরল বার্সা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে হারিয়েও যেন স্বস্তি নেই জাভির মনে। এই ম্যাচে বার্সা রিয়ালের জালে বল জড়িয়েছে তিনবার, কিন্তু বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়ালই। তাই ম্যাচ শেষে জাভি বলেছেন, তাঁরা জিতলেও ম্যাচটা সমান সমানই ছিল। বরং কোনো কোনো ক্ষেত্রে রিয়ালই আধিপত্য বিস্তার করেছে বেশি।

মৌসুম শুরুর আগে রিয়ালকে হারানো বিশেষ কিছু। সেই তৃপ্তি থাকলেও নিজেদের খেলায় পুরোপুরি মন ভরেনি জাভির। বার্সা কোচ বলেছেন, ‘প্রথমত ম্যাচটা সমান সমান ছিল। এই ম্যাচে সব ধরনের মুহূর্ত এসেছে। আমরা এই ম্যাচে খুব খারাপ খেলিনি আবার খুব ভালোও খেলিনি। যেভাবে আমরা লড়াই করেছি, তাতে আমি খুশি। এটা এল ক্লাসিকো। ক্লাসিকো সাধারণত প্রীতিময় হয় না।’

আরও পড়ুন

গত মৌসুমে লা লিগা জিতলেও বার্সার অনেকগুলো জায়গায় দুর্বলতা ছিল স্পষ্ট। রিয়ালের বিপক্ষে জিতেও সেই জায়গাগুলো নিয়ে পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছেন না বার্সা কোচ। এমনকি ম্যাচে নিজেদের খেলা নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন তিনি, ‘ফল আমাদের পক্ষে এসেছে, কিন্তু আমরা অনেক ভালো ম্যাচ খেলেছি, তা নয়। মাদ্রিদের স্কোয়াড দারুণ। তবে নিজেদের খেলা নিয়ে আমি তৃপ্ত। অবশ্য অনেকগুলো জায়গা আছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে।’

গোলের পর বার্সা খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

প্রাক্‌–মৌসুম সফরের ম্যাচগুলো কোচের জন্য মূলত দলকে বাজিয়ে দেখার এবং মৌসুম সামনে রেখে নিজের রণকৌশল সাজিয়ে নেওয়ার। জাভিও তাই রিয়ালকে হারিয়ে আত্মবিশ্বাসে ভেসে যেতে চান না। আগামী মৌসুমের জন্য দল এখন আত্মবিশ্বাসী কি না, জানতে চাইলে জাভি বলেছেন, ‘একেবারেই না। জেতাটা সব সময় ভালো এবং আমি আনন্দিত। কিন্তু প্রাক্‌–মৌসুমে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমি খেলোয়াড়দের বলেছি, আমরা সেদিন অনেক খারাপ ছিলাম না এবং আজকে অনেক ভালো খেলিনি। আমার মনে হয়, মাদ্রিদ অনেক ভালো ফুটবল খেলেছে।’

আরও পড়ুন

এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে আলো ছড়িয়েছেন ২০ বছর বয়সী ফারমিন লোপেজ মার্তিন। ডি–বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দারুণ এক গোলও করেছেন তিনি। মার্তিনকে দারুণ আশাবাদী জাভি বলেছেন, ‘সে একজন প্রতিভাবান ফুটবলার। তার শেষ পাসগুলো দারুণ। দুই পায়েই আধিপত্য বিস্তার করে খেলতে পারে। সে ডানে এবং বাঁয়ে খেলতে পারে। এমনকি উইঙ্গার হিসেবেও তাকে ব্যবহার করা যায়। তার মধ্যে আমি দারুণ ব্যক্তিত্ব দেখেছি। সে সব সময় ক্ষুধার্ত ও উদ্‌গ্রীব। যখন আমি তাঁকে অনুশীলনে দেখি, আমার মনে হয়েছিল তাকে আমার ম্যাচ–টাইম দিতে হবে। এটা তার প্রাপ্য।’

বার্সার উল্লাস, রিয়ালের হতাশা
ছবি: রয়টার্স

রিয়ালের বিপক্ষে দেম্বেলের গোলেই এগিয়ে যায় বার্সা। ম্যাচেও আলো ছড়িয়েছেন এই ফরাসি তারকা। যদিও দলবদলে তাঁর বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তাঁকে নিয়ে জাভি বলেছেন, ‘আমি এর মধ্যে অনেকবার বলেছি আমার কাছে, নিজের পজিশনে তার বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি আমার প্রেজেন্টেশনে বলেছি। আজ আবার বলছি। আমি তাকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি। সে তার মূল্যও দিয়েছে।’

আরও পড়ুন

এ সময় দেম্বেলের দলবদল নিয়ে জাভি বলেছেন, ‘আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারি না। এখানে কিছু শর্ত আছে এবং খেলোয়াড়দের নিজেদের সিদ্ধান্তের বিষয়ও আছে। আমি তাকে খুশি দেখতে চাই এবং তাকেই সিদ্ধান্ত নিতে হবে। সে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে। সে আমাদের বলেছে সে এখানে ভালো আছে।’ এ সময় আগামী মৌসুমে সাফল্যে পাওয়ার জন্য আরও শক্তি বৃদ্ধির কথাও বলেছেন জাভি।