অপরাজেয় লেভারকুসেন আরও যেখানে এগিয়ে

বুন্দেসলিগায় এখনো কোনো ম্যাচ হারেনি লেভারকুসেনএক্স/বায়ার লেভারকুসেন

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে এখনো পর্যন্ত একমাত্র অপরাজিত দল কোনটি? এই প্রশ্নের উত্তর সম্ভবত সবারই জানা। কে আবার, জাবি আলোনসোর কোচিংয়ের জিয়নকাঠিতে বদলে যাওয়া বায়ার লেভারকুসেন।

যদি প্রশ্ন করা হয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ম্যাচপ্রতি গড় পয়েন্ট পাওয়ায় সবার ওপরে কোন দল? এবারও উত্তরে টিক চিহ্ন দিতে হবে লেভারকুসেনের নামের পাশে। ইন্টার মিলান সেখানে দশমিক পয়েন্ট ব্যবধানে পিছিয়ে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলগুলোর পয়েন্টে তাকানো যাক। ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ম্যাচপ্রতি গড়ে ২.২৯ পয়েন্ট করে অর্জন ক্লাবটির। স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ২২ ম্যাচে ৫৫। ম্যাচপ্রতি গড়ে ২.৫০ করে পয়েন্ট পেয়েছে ক্লাবটি। লা লিগায় অবশ্য ম্যাচপ্রতি গড় পয়েন্ট পাওয়ায় জিরোনার ওপরে আছে একটি দল—রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা দলটির ২১ ম্যাচে সংগ্রহ ৫৪ পয়েন্ট, যা ম্যাচপ্রতি গড়ে ২.৫৭ পয়েন্ট করে।

বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো
ছবি: টুইটার

ইতালিয়ান সিরি ‘আ’তে শীর্ষে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট। ম্যাচপ্রতি গড়ে ২.৫৭ করে পয়েন্ট অর্জন করেছে ‘নেরাজ্জুরি’রা। ফ্রান্সের লিগ ‘আঁ’তে শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট। ম্যাচপ্রতি গড়ে ২.৩২ করে পয়েন্ট পেয়েছে পিএসজি। বুন্দেসলিগায় ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লেভারকুসেন। ম্যাচপ্রতি গড়ে ২.৫৮ পয়েন্ট করে অর্জন করেছে জাবির দল।

আরও পড়ুন

অর্থাৎ ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ম্যাচপ্রতি গড় পয়েন্ট অর্জনে লেভারকুসেন সবার ওপরে। একবার ভাবুন তো, নিজেদের শীর্ষ লিগ বুন্দেসলিগায় কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি যে দল (৫ বার দ্বিতীয়), এক ইউরোপা লিগ (উয়েফা কাপ, ১৯৮৭–৮৮) ছাড়া ইউরোপেও সাফল্য নেই, আর লিগ টেবিলেও মাঝারি সারির দল—এমন একটি দল যখন ইউরোপের বাঘা বাঘা ক্লাবকে টেক্কা দিয়ে সবার ওপরে থাকে, তখন সেটা অবশ্যই দলটির জন্য গৌরবের। আর সে গৌরবের নেপথ্য নায়ক তাদের কোচ জাবি। লিভারপুল ও রিয়াল মাদ্রিদ মাতানো স্পেনের সাবেক এ মিডফিল্ডারের হাত ধরে চলতি মৌসুমে এখনো হারেনি লেভারকুসেন।

বুন্দেসলিগায় ১৯ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্র জার্মান ক্লাবটির। জার্মান কাপে ৩ ম্যাচের সব কটিই জিতেছে লেভারকুসেন। ৬ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে তারা। ইউরোপে দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট ইউরোপা লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচের সব কটিই জিতেছে লেভারকুসেন। সব মিলিয়ে ২৮ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্র দলটির। ৮৫ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ২০ গোল। জয়ের হার ৮৫.৭১ শতাংশ।

আরও পড়ুন