আহা, জয়ের কী আনন্দ—আল নাসরের জয়ের পর রোনালদোর টুইট

গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর উচ্ছ্বাসছবি: টুইটার

২৫ আগস্ট সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে আল নাসরের জয় ৫-০ গোলে। ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন হ্যাটট্রিক। ২৯ আগস্ট আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৪-০ ব্যবধানের জয়ে পর্তুগাল তারকা অবদান রেখেছেন জোড়া গোল করে। ২ সেপ্টেম্বর আল হাজেমের বিপক্ষে আল নাসরের ৫-১ ব্যবধানের জয়েও একটি গোল করেছেন রোনালদো। আর কালও সৌদি প্রো লিগে আল রায়েদের বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়েও গোল করেছেন তিনি।

সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের জয়ে দারুণ ছন্দে আছেন পর্তুগালের অধিনায়ক। আন্তর্জাতিক বিরতির আগে এ মৌসুমে সৌদি আরবের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে করেছেন ১২ গোল।

আরও পড়ুন

কিন্তু পর্তুগালের জার্সিতে ইউরো বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে ছন্দটা আর ধরে রাখতে পারেননি রোনালদো। স্লোভাকিয়ার বিপক্ষে দলের ১-০ গোলের জয়ে তিনি ছিলেন নিষ্প্রভ। গোল করতে পারেননি, রাখতে পারেননি গোলে অবদান। উল্টো হলুদ কার্ড দেখে লুক্সেমবার্গের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি।

লুক্সেমবার্গের বিপক্ষে ঘরের মাঠে সেই ম্যাচ পর্তুগাল জিতেছে ৯-০ গোলে। নিজেদের ফুটবল ইতিহাসে পর্তুগালের সবচেয়ে বড় জয় এটিই। সেই ম্যাচের পর এমনও প্রশ্ন উঠেছে—পর্তুগাল দলে রোনালদোর প্রয়োজনীয়তা আসলেই আছে কি না!

আরও পড়ুন

আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফিরে রোনালদো অবশ্য আবার ছন্দে। গতকাল আল রায়েদের বিপক্ষে করা গোলটি চলতি মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর সপ্তম গোল। রোনালদো অবশ্য নিজের গোল নিয়ে নয়, বেশি উচ্ছ্বসিত দলের জয়ে। ম্যাচ শেষে তিনি সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনের দুটি ছবি টুইট (বর্তমানে এক্স) করে লিখেছেন, ‘জয়ের কী অনুভূতি!’

আরও পড়ুন