‘রোনালদোকে অপমান করছে ইউনাইটেড’

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোছবি: টুইটার

এমন দিন যে কখনো আসবে, তা কি ভাবতে পেরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো! একটা সময় ছিল, বলতে গেলে তিনি ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রাজা। কত কঠিন আর গুরুত্বপূর্ণ ম্যাচ যে তিনি জিতিয়েছেন ওল্ড ট্রাফোর্ডের দলটিকে।

সেই রোনালদোই এখন ইউনাইটেডে ব্রাত্য, অবহেলিতও। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কিনা তাঁকে কাটাতে হলো শুধুই বেঞ্চ গরম করে!

তিনটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ ইউনাইটেডের হয়ে নয়টি শিরোপা জেতা রোনালদোর এমন হাল মেনে নিতে পারছেন না দলটির সাবেক অধিনায়ক রয় কিনও। সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে দুটি মৌসুম খেলেছেন রোনালদো।

আরও পড়ুন

দুজন একসঙ্গে জিতেছেন ২০০৩-০৪ মৌসুমের এফএ কাপ। সাবেক সতীর্থের এমন দুর্দশা যেন সইতে পারছেন না কিন!

নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির কাছে কাল ৬-৩ গোলে হেরে যাওয়া ম্যাচে রোনালদোকে মাঠেই নামাননি কোচ এরিক টেন হাগ।

ম্যাচ শেষে এ নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন কিন, ‘আমি মনে করি, ইউনাইটেড রোনালদোকে অপমান করা ছাড়া আর কিছুই করেনি।’

মুখে হাসি থাকলেও মন ভালো নেই রোনালদোর
ছবি: এএফপি

গত মৌসুম শেষে রোনালদো নিজেই ইউনাইটেড ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। সেই সময় একপ্রকার জোর করেই রোনালদোকে ধরে রাখে ইউনাইটেড কর্তৃপক্ষ।

কিন্তু তাঁর মতো একজন খেলোয়াড়কে এভাবে রেখে দেওয়ার কোনো অর্থ খুঁজে পান না কিন, ‘তাকে এভাবে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ধরে রাখাটাকে আমার কাছে হাস্যকর লাগে।’

৩৭ বছর বয়সী রোনালদোর চাহিদা এখনো ফুটবল–বিশ্বে আছে বলে মনে করেন কিন, ‘আমি জানি তার চলে যাওয়ার জন্য ক্লাব ছিল। কেউ যদি এটা মনে করে যে তার যাওয়ার জন্য কোনো জায়গা নেই, সেটা হবে ফালতু ভাবনা। আমি যত দূর জানি, চলে যাওয়ার জন্য তার হাতে চার থেকে পাঁচটা ভালো বিকল্প আছে।’

আরও পড়ুন

রোনালদোকে এভাবে ব্রাত্য করে রাখার জন্য কোচ টেন হাগকেও এক হাত নিয়েছেন কিন, ‘আমার ধারণা, কোচই তাকে ধরে রাখছে। ঠিক আছে, আপনি যখন বলেন আপনার বিকল্প খেলোয়াড় দরকার, তখন আপনি রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ধরে রাখবেন না। সে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।’

আরও পড়ুন