বাছাই পরীক্ষায় হামজা–শমিতদের ‘প্রথম’ হওয়ার অপেক্ষায় বাফুফে সভাপতি

শমিত সোম ও হামজা চৌধুরীপ্রথম আলো গ্রাফিকস

এশিয়ান কাপের বাছাই পরীক্ষায় প্রথম হবে বাংলাদেশ—এমনটাই মনে করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

আজ পল্টনের আউটার স্টেডিয়ামে কুল-বিএসজেএ ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাবিথ। টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের বাফুফে সভাপতি বলেন, ‘বাংলাদেশ গ্রুপসেরা হওয়ার ব্যাপারে আমি এখনো আশাবাদী। যদিও আমাদের গ্রুপটি বেশ কঠিন। প্রতি দলেরই ১ পয়েন্ট ও গোলও শূন্য। সিঙ্গাপুর ম্যাচের পর টেবিলের অবস্থান নিশ্চয়ই বদলাবে। আমি সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আশাবাদী।’

আরও পড়ুন

গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও ড্র করে হংকংয়ের সঙ্গে। তাতে এই চার দলেরই পয়েন্ট এখন সমান এক।

সামনে সিঙ্গাপুর ম্যাচের চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে
প্রথম আলো

১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। মাচটিতে স্বাগতিকেরা জিতলে শীর্ষে ওঠার পথে অনেকখানি এগিয়ে যাবেন রাকিব–তপুরা। সেই লক্ষ্যে ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তার আগে ২৮ মে দল ঘোষণা করতে পারে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন

সূত্র জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ জুন। এর এক দিন পর ৩ জুন দেশে আসবেন কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম। আর ক্যাম্পের প্রথম দিন থেকেই থাকবেন ইতালির ঘরোয়া ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা ফাহমিদুল ইসলাম।

কুল-বিএসজেএ ফুটবল টুর্নামেন্টে আজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
বিএসজেএ

যত দূর জানা গেছে, প্রস্তুতি ম্যাচে হামজা ও শমিতের খেলার সম্ভাবনা ক্ষীণ। চলতি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে টানা ম্যাচ খেলা হামজা আর কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিতকে ভুটান ম্যাচে বিশ্রাম দিতে পারেন কোচ হাভিয়ের কাবরেরা।