লেভাকে ২০ বছরের তরুণ মনে হয়েছে জাভির

বার্সেলোনার হয়ে প্রথম গোলের পর লেভানডফস্কির উচ্ছ্বাসছবি:: এএফপি

নতুন মৌসুমে লিগের শুরুটা নিজেদের মনের মতো হয়নি বার্সেলোনার। ঘরের মাঠে ১৩ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করে লিগ শুরু হয়েছে কাতালান ক্লাবটির। নিজেদের দ্বিতীয় ম্যাচে এই হতাশা ভুলে যেতে খুব বেশি সময় নেয়নি তারা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের ৪৪ সেকেন্ডেই গোল পায় বার্সেলোনা।

বার্সেলোনাকে এক মিনিটের মধ্যে গোলটি এনে দিয়েছেন বায়ার্ন মিউনিখ থেকে এ মৌসুমেই ক্যাম্প ন্যুয়ের দলটিতে নাম লেখানো রবার্ট লেভানডফস্কি। দলের ৪-১ ব্যবধানের জয়ে পোলিশ স্ট্রাইকার আরও একটি গোল করেছেন। অন্য দুটি গোল উসমান দেম্বেলে ও আনসু ফাতির।

আরও পড়ুন
বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ
ফাইল ছবি

ম্যাচ শেষে অবশ্য বার্সেলোনা জাভি হার্নান্দেজের কণ্ঠে বেশিই ঝরেছে লেভানডফস্কির প্রশংসা। ৩৪ বছর বয়সী লেভাকে দেখে তাঁর কোনোভাবেই ‘বুড়িয়ে’ যাওয়া খেলোয়াড় মনে হয়নি। লেভার প্রশংসা করতে গিয়ে জাভি বলেছেন, ‘তার বয়স ৩৪ বছর হলেও তাকে দেখে মনে হয়েছে ২০ বছরের তরুণ। যে গোলগুলো সে করেছে, সেগুলো ছিল পাগুলে। সর্বোপরি এগুলোই দলের কাজে এসেছে।’

লেভার পাশাপাশি আনসু ফাতিকে নিয়েও উচ্ছ্বসিত ছিলেন জাভি। ৬৩ মিনিটে ফেরান তোরেসের বদলি হিসেবে নেমে দলের চার নম্বর গোলটি করেছেন ফাতি। ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘আমাদের ঝুঁকি নিতে হতো। ঝুঁকি নিয়েই রাফিনিয়া ও আনসুকে মাঠে নামিয়েছি। আমাদের আরও চার-পাঁচজন ফরোয়ার্ড ছিল। ঝুঁকি নিলেও শেষ পর্যন্ত সব ঠিকঠাকভাবেই হয়েছে।’

আরও পড়ুন
আনসু ফাতিরও প্রশংসা করেছেন বার্সেলোনা কোচ জাভি
ছবি:: এএফপি

সব মিলিয়ে দল এ ম্যাচে যেমন খেলেছে, জাভি খুশিই হয়েছেন, ‘আমি মনে করি, খুব ভালো খেলেছি আমরা। রিয়াল সোসিয়েদাদ এমন একটি দল, তাদের পায়ে বল থাকলে আপনার ক্ষতি করে ফেলতে পারে। আমরা জানতাম, তাদের কাছ থেকে বল কীভাবে কেড়ে নিতে হয়।’

প্রথম ম্যাচে ড্রয়ের পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়টাকে কীভাবে দেখছেন জাভি? এমন এক প্রশ্নের উত্তরে বার্সেলোনা কোচ বলেছেন, ‘ এই মাঠে (আনেওতা) জেতাটা সব সময়ই খুব কঠিন। কিন্তু আমরা জানি, প্রতিপক্ষের মাঠে কীভাবে খেলতে হয়। গত সপ্তাহে একটা ধাক্কা খেয়েছি আমরা আর এই জয় আমাদের আরও শক্তিশালী করেছে।’