বৃদ্ধার জুতার ফিতে বেঁধে প্রশংসিত স্কালোনি

গত ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল স্কালোনিছবি : টুইটার

ডাগআউটে দাঁড়িয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে অমরত্ব পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কদের একজনও এই কোচ। সেই স্কালোনিকে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপে। বিমানবন্দরে শাটল বাসে এক বৃদ্ধা সহযাত্রীকে সাহায্য করে আলোচনায় এসেছেন স্কালোনি।

আর্জেন্টিনায় একটি ফ্লাইটের বিমানে চড়ার উদ্দেশ্য একটি বাসে উঠেছিলেন স্কালোনি। বিমানবন্দর এলাকায় সেই বাসটি স্কালোনিসহ অন্য যাত্রীদের বিমান যেখানে ছিল, সেখানে নিয়ে যাচ্ছিল। সে বাসে স্কালোনির সঙ্গে ছিলেন এক বৃদ্ধ দম্পতিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বাসে দাঁড়িয়ে থাকা বৃদ্ধার জুতার ফিতে বেঁধে দিচ্ছেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ স্কালোনির সঙ্গে সেই বৃদ্ধার কথোপকথনও প্রকাশ করেছে। স্কালোনি সেই বৃদ্ধাকে বলেছেন, ‘অপেক্ষা করুন, আমি আপনার জুতার ফিতা বেঁধে দিচ্ছি, যেন আপনি পড়ে না যান।’

আরও পড়ুন

স্কালোনিকে শুরুতে মহিলাটি চিনতে পারেননি। কিন্তু পরে আর্জেন্টাইন কোচ যখন ফিতে বেঁধে দিয়ে উঠে দাঁড়ান, তখন সেই মহিলার স্বামী স্কালোনিকে চিনতে পারেন। এরপর তাঁরা এগিয়ে এসে স্কালোনিকে জড়িয়ে ধরেন।

বৃদ্ধার প্রতি এমন সহানভূতিসম্পন্ন আচরণের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন স্কালোনি। ডাগআউটের কৌশলী এই কোচের এমন বিনয়ী রূপ দেখে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন আবেগময় বার্তাও। একজন লিখেছেন, ‘মাঠে এবং মাঠের বাইরে তুমি দারুণ স্কালোনি।’ অন্য  একজন লিখেছেন, ‘এ কারণেই সৃষ্টিকর্তা তোমাকে পছন্দ করে।’ আরেক স্কালোনি ভক্ত লিখেছেন, ‘হ্যাঁ, এটাই স্কালোনি। কয় দিনে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন, আর আজ বৃদ্ধাকে জুতার ফিতে বাঁধতে সাহায্য করলেন।’

কদিন আগে সাইক্লিং করে আলোচনায় এসেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি
ছবি: টুইটার

জুতার ফিতা বেঁধে আলোচানয় আসা স্কালোনির চোখ এখন জাতীয় দলের এশিয়া সফরে। যেখানে তাঁর দল খেলবে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর ১৯ জুন খেলবে স্বাগতিক ইন্দোশিয়ার বিপক্ষে।

আরও পড়ুন

কয়েক দিন আগে এই দুই ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের দলও ঘোষণা করেছেন স্কালোনি। তাঁর দলে জায়গা হয়নি লাওতারো মার্তিনেজ এবং পাওলো দিবালার মতো তারকাদের। তবে পাঁচ বছর পর দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিওভানি সিমিওনে। নতুন মুখ হিসেবে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দোফেনের গোলরক্ষক ওয়ালতার বেনিতেজকেও দলে রেখেছেন স্কালোনি।