সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বার্সেলোনা কোচ

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজছবি: এএফপি

ইন্টার মিলান কি টানা দুই ম্যাচ হারবে?

বায়ার্ন মিউনিখের কাছে হয়তো হারতে পারে, কিন্তু ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে? যারা এখন পর্যন্ত খেলা চার ম্যাচে হজম করেছে ১৬ গোল!

বায়ার্ন, প্লজেন দুই দলের কাছেই ইন্টারের হার যেমন অসম্ভব, বার্সেলোনার শেষ ষোলোয় যাওয়াও তেমনই। ইন্টার যেকোনো একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিশ্চিত বার্সার। গত বছরের মতো এবারও চলে যেতে হবে ইউরোপা লিগে। ১৯৭০ সালের পর এই প্রথম ইউরোপায় টানা দুই মৌসুম!

আরও পড়ুন

গ্রুপ পর্বে বার্সেলোনার ম্যাচ অবশ্য এখনো দুটি বাকি। কিন্তু শেষ ষোলোয় ওঠার পথ আর নিজেদের হাতে নেই। গতকাল বুধবার ক্যাম্প ন্যুতে ইন্টারের সঙ্গে ৩–৩ ড্র করে খাদের কিনারে চলে গেছে কাতালান ক্লাবটি। চার ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৪, ইন্টারের ৭।

১২ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউটে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বার্সেলোনা বাকি দুটি ম্যাচে জিতলেও পয়েন্ট দাঁড়াবে ১০, একটি জিতলেই সমান পয়েন্ট হবে ইন্টারের। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় পরের পর্বে চলে যাবে ইতালিয়ান জায়ান্টরা।

টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত ধরে নিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। এ জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি, ‘আমাদের ভাবনা ছিল এবার আর ব্যর্থ হবো না। কিন্তু ব্যর্থই হলাম। প্রচুর ভুল করেছি। সমর্থকদের কাছে ক্ষমা চাইতেই হবে। আমি তাঁদের কাছে দুঃখপ্রকাশ করছি।’

লেভানডফস্কির জোড়া গোলেও জয় তুলতে পারেনি বার্সেলোনা
ছবি: এএফপি

এবারের আসরে বার্সেলোনার জয় শুধু প্লজেনের বিপক্ষে ৫–১ ব্যবধানে। বাকি তিন ম্যাচের মধ্যে বায়ার্নের মাঠে হার ২–০–তে, ইন্টারের মাঠে ১–০–তে। নিজ দর্শকদের সমর্থন নিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল ক্যাম্প ন্যুতে। প্রথমার্ধের গোলে এগিয়েও গিয়েছিল দল। কিন্তু ওলট–পালট হয়ে গেল শেষদিকে।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বার্সা কোচের প্রথম প্রতিক্রিয়াতেই হতাশার অভিব্যক্তি, ‘আমি হতাশ, খুবই হতাশ। খুব রাগও হচ্ছে। আমাকে নিজের সমালোচক হতে হবে। আমরা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা রাখি না। বিষয়টি আমাকে আঘাত করছে। কিন্তু এটাই সত্য।’

কেন এই পরিস্থিতিতে বার্সা, তাঁর ব্যখ্যা দিতে গিয়ে জাভি বলেন, ‘প্রচুর ভুল করেছি আমরা। ওদের প্রথম গোলটা ছিল আমাদের রক্ষণের ভুলে। ওদের প্রচুর সুযোগও তৈরি করে দিয়েছি। ফুটবল এমন একটা খেলা, এই পরিস্থিতিতে এসে এত ভুল আপনি সামাল দিতে পারবেন না। এটা চ্যাম্পিয়নস লিগ, প্রতিটি ভুলে উচ্চমূল্য দিতে হবে আপনাকে।’

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেলেও চুপ হয়ে বসে থাকার সুযোগ নেই জাভিদের। রোববার লা লিগায় এল ক্লাসিকোর লড়াই। এখন সেই ম্যাচে মনোযোগ দিতে চান বার্সা কোচ, ‘আমাদের জন্য এবারের চ্যাম্পিয়নস লিগ নিষ্ঠুর। এখন আর হাতে কিছু নেই, যা আছে, সেটা হচ্ছে এল ক্লাসিকোয় মনোযোগ দেওয়া। চ্যাম্পিয়নস লিগের পথ জটিল হয়ে যাওয়ায় লা লিগাতেই মনোযোগ বাড়াতে হবে আমাদের।’