ঘুম থেকে উঠলেন বেকার হয়ে, করলেন বিয়ে

স্প্যানিশ গোলকিপার দাভিড দি হেয়াছবি: দি হেয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

ব্যাপারটা কী এমন, চাকরিতে সময় দিতে দিতে বিয়ে করার সময়টাই হয়নি?

কেউ রসিকতার সুরে প্রশ্নটা করলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। টানা ১২ বছর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ছিলেন। প্রেমের বয়সও কয়েক বছর পেরিয়ে গেছে। কিন্তু ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ (পড়ুন চাকরিরত) অবস্থায় বিয়ে করার মতো সময় হয়নি। ঠিক যে দিন থেকে ক্লাবের সঙ্গে আর চুক্তি শেষ, আনুষ্ঠানিক বেকারত্বের দিন শুরু, সেদিনই তিনি বিয়ে করলেন।

বেকার হিসেবে প্রথমবার ঘুম থেকে জেগে ওঠার পর বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজটি সেরেছেন দাভিদ দে হেয়া। ৩২ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক শনিবার দীর্ঘদিনের প্রেমিকা এদুরনে গার্সিয়াকে বিয়ে করেছেন। স্পেনের মেনুরকায় বিয়ের আনুষ্ঠানিকতার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে দে হেয়া লিখেছেন, ‘এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না’।

২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন দে হেয়া। এরপর কয়েক দফায় চুক্তি নবায়নের পর সর্বশেষ দিন ছিল ৩০ জুন। এবারও ইংলিশ ক্লাবটি তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে গোলমুখের নিচে দে হিয়ার পারফরম্যান্স তাঁর পক্ষে নেই। যে কারণে ইউনাইটেড তাঁকে বর্তমানের চেয়ে কম বেতনের প্রস্তাব দেয়, যা গ্রহণ করেননি দে হিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, দে হেয়ার সঙ্গে এখনো কথা বলার সুযোগ রেখেছে ইউনাইটেড। দুই পক্ষ একমত হলে নতুন চুক্তি হতে পারে। আবার স্প্যানিশ এই গোলকিপারের নতুন গন্তব্য হিসেবে সৌদি আরবের নামও শোনা যাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর তাঁকে বিবেচনা করছে বলে একাধিকবার খবর এসেছে।

তবে এর কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। চূড়ান্ত একটাই—এই মুহূর্তে দে হেয়ার কোনো দল নেই, বেকার। আর বেকারত্ব শুরুর দিনটিতেই শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়।

আরও পড়ুন