ওই সমর্থকের কিছু হয়ে গেলে ম্যাচটি আর খেলতেনই না জাভিরা

হৃদরোগে আক্রান্ত দর্শকের জন্য খেলা বন্ধ হয়ে গেলে এভাবেই ঠায় দাঁড়িয়ে থাকেন বার্সেলোনা ও কাদিজের খেলোয়াড়রা।ছবি: এএফপি

যথারীতি গোলের নিশানা ভেদ করেছেন রবার্ট লেভানডফস্কি। গোল পেয়েছেন উসমান দেম্বেলে আর আনসু ফাতিও। এঁদের সঙ্গে ফ্রেঙ্কি ডি ইয়ংও গোল মিলিয়ে কাদিজের মাঠ থেকে ৪-০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। এ জয়ের পর ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেও উঠেছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।

আরও পড়ুন

সবকিছু ছাপিয়ে অবশ্য কাল খবরের শিরোনাম হয়েছেন কাদিজের মাঠে হঠাৎই অসুস্থ হয়ে পড়া এক দর্শক। নির্ধারিত সময়ের খেলা শেষ হতে তখন আর ৮ মিনিট বাকি ছিল। সেই সময় হঠাৎই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর মাঠ ছেড়ে দুই দলের খেলোয়াড়েরাই ড্রেসিংরুমে চলে যান। প্রায় এক ঘণ্টা পর আবার খেলা শুরু হয়। তবে ড্রেসিংরুমে বসে বার্সেলোনা কোচ ওই দর্শকের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ভাগ্য ভালো যে তারা (চিকিৎসকেরা) তাকে সুস্থ করে তুলতে পেরেছে। খুবই অস্বস্তিকর এক অবস্থা তৈরি হয়েছিল।’

আরও পড়ুন

জাভি এরপর ওই দর্শক আর তার পরিবারের শুভকামনা করে বলেছেন, ‘আশা করছি সে আর তার পরিবার ভালো আছে। এটা মানবিকতার ব্যাপার। আমরা একটা সময় ম্যাচটি আবার শুরু করতে রাজি হয়েছি। তবে ওই দর্শকের অবস্থা জানার জন্য অপেক্ষা করছিলাম।’

হৃদরোগে আক্রান্ত হয়ে ওই দর্শক মারা গেলে কালকের ম্যাচটি হয়তো বাতিলই হয়ে যেত। জাভি এ বিষয়ে বলেছেন, ‘আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। এটা মানবিকতার ব্যাপার। ফুটবলের আগে জীবন। তার যদি কিছু হয়ে যেত, ম্যাচটি স্থগিতও হতে পারত।’

আরও পড়ুন

ওই দর্শককে নিয়ে কথা বলার পর ম্যাচের প্রসঙ্গ এসেছে। কাদিজের মাঠ থেকে এমন একটি জয় নিয়ে ফিরতে পেরে খুশি বার্সেলোনা কোচ জাভি, ‘কঠিন এক মাঠে এটা গুরুত্বপূর্ণ এক জয়। এই ৩ পয়েন্ট আমাদের পয়েন্ট তালিকার শীর্ষে নিয়ে গেছে। এই ফলে আমি খুশি।’