‘ভুল করে আবার লেভাকে পাস দিয়ো না’

জার্সি ভিন্ন হতে পারে, মুখটা তো চেনা। আট বছরে অসংখ্যবার সেই মুখ দেখে পাস দিয়েছেন টমাস মুলার। তবে আজ রাতে জার্সির দিকে না তাকিয়ে মুখ দেখে পাস দিতে গেলেই হয়ে যেতে পারে বড় ভুল। আর সেই ভুল না করতেই মুলারকে বারবার সতর্ক করে দিয়েছেন সাদিও মানে।


মজা করে হলেও মানের সতর্কবার্তা একেবারে অমূলক নয়। আর যে খেলোয়াড়কে নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তিনি রবার্ট লেভানডফস্কি, যিনি গ্রীষ্মের দলবদলে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন।

১০ দিন ধরে সাদিও (মানে) আমাকে মজা করে উত্ত্যক্ত করে যাচ্ছে। সে আমাকে বলছে, ভুল করে যেন লেভাকে বল পাস না দিয়ে বসি।
টমাস মুলার


লেভা-মুলার যুগলবন্দীতে অসংখ্য ম্যাচ ও শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। তাঁদের সেই জুটি এখন ভেঙে গেছে। এবার বায়ার্নকে শিরোপা এনে দিতে মুলার নতুন করে জুটি বেঁধেছেন সেনেগালের তারকা ফুটবলার মানের সঙ্গে। যেখানে আলিয়াঞ্জ অ্যারেনায় আজ তাঁদের প্রতিপক্ষ লেভার নতুন দল বার্সেলোনা। আর এ ম্যাচের আগে ভুল করে সাবেক সতীর্থ লেভাকে পাস না দিতে বলেছেন মানে।
লেভার সঙ্গে দীর্ঘদিন খেলা মুলার বলেছেন, ‘১০ দিন ধরে সাদিও (মানে) আমাকে মজা করে উত্ত্যক্ত করে যাচ্ছে। সে আমাকে বলছে, ভুল করে যেন লেভাকে বল পাস না দিয়ে বসি।’

বায়ার্ন ছেড়ে লেভা এখন বার্সেলোনার
এএফপি

বার্সার বিপক্ষে ম্যাচে বায়ার্নের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম লেভা। বায়ার্নের হাঁড়ির সব খবরও যে তাঁর ভালোই জানা। তবে লেভাকে নিজের মতো করে খেলতে দিতে চান না মুলার, ‘আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে এবং লেভাকে তার মতো করে খেলতে দেওয়া যাবে না। সে একজন সেরা স্ট্রাইকার, বক্সের ভেতর এবং কাছাকাছি জায়গায় সে বেশ ভয়ংকর। শট নেওয়ার আগেই তাকে আমাদের আটকাতে হবে।’


বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমানও লেভার বিষয়ে সতর্ক করেছেন শিষ্যদের। তবে একই সঙ্গে লেভাকে স্বাগতও জানাতে তৈরি বায়ার্ন কোচ, ‘আমি তার অপেক্ষায় আছি। তবে প্রতিপক্ষ হিসেবে যতটা না, তার চেয়ে বেশি ব্যক্তি লেভার অপেক্ষায় আছি। আমি আশা করি, সমর্থকেরাও এটাকে সম্মানের সঙ্গে দেখবে।’

বার্সার হয়ে আট মৌসুম খেলে প্রতি মৌসুমে লিগ শিরোপা জিতেছেন লেভা। ২০২০ সালে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন লিগ শিরোপাও জিতেছিলেন তিনি। বার্সেলোনায় যাওয়ার আগে বায়ার্নের হয়ে ৩৭৪ ম্যাচে ৩৪৪ গোল করেছেন লেভা।

গোলমুখে লেভা কতটা ভয়ংকর হতে পারেন, তা মনে করিয়ে দিয়ে নাগেলসমান বলেছেন, ‘সে যদি ফিটনেস ধরে রাখে, তবে নিশ্চিতভাবে আরও কয়েক মৌসুম খেলতে পারবে। কয়েক বছর ধরে সে প্রায় ৪০টি করে গোল করে আসছে। এ মৌসুমেও একই পথে আছে। তার প্রতি ক্রস করা এবং তাকে পাস দেওয়া আমাদের থামাতে হবে। তবে তাদের দলেও একাধিক ভালো খেলোয়াড় আছে।’