গার্দিওলার মাইলফলকের ম্যাচে ফিরেই হলান্ডের গোল, আবারও আর্সেনালের ঘাড়ে নিশ্বাস সিটির

আর্লিং হলান্ডের গোল উদ্‌যাপনরয়টার্স

নটিংহাম ফরেস্ট ০ : ২ ম্যানচেস্টার সিটি

পায়ের মাংসপেশিতে টান লাগায় গত সপ্তাহে চেলসির বিপক্ষে এফএ কাপ সেমিফাইনাল ও ব্রাইটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে আর্লিং হলান্ডকে স্কোয়াডেই রাখেননি ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

নটিংহাম ফরেস্টের বিপক্ষে আজ সিটির শুরুর একাদশেও ছিলেন না হলান্ড। জ্যাক গ্রিলিশের বদলি হিসেবে মাঠে নেমেছেন ৬২ মিনিটে। কিন্তু গোল করা যাঁর নেশা, তাঁকে কতক্ষণ আটকে রাখা যায়? নটিংহামও হলান্ডকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। মাঠে নামার ৯ মিনিটের মধ্যেই গোল পেয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এর আগে ম্যাচের ৩২ মিনিটে সিটিকে এগিয়ে দেন ইওস্কো গাভারদিওল। দুটি গোলেই বলের জোগান দিয়েছেন কেভিন ডি ব্রুইনা।

প্রিমিয়ার লিগে কোচ হিসেবে গার্দিওলার ৩০০তম ম্যাচে নটিংহামে ২–০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের ঘাড়ে আবারও নিশ্বাস ফেলতে শুরু করেছে সিটি।

দিনের আগের ম্যাচে ‘উত্তর লন্ডন ডার্বি’তে টটেনহামকে ৩–২ গোলে হারিয়ে দুইয়ে থাকা সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪–এ নিয়ে গিয়েছিল আর্সেনাল। মাত্র আড়াই ঘণ্টার মধ্যে ব্যবধানটা ১–এ নামিয়ে আনল গার্দিওলার দল।

প্রিমিয়ার লিগে কোচ হিসেবে আজ ছিল গার্দিওলার ৩০০তম ম্যাচ
রয়টার্স

বর্তমানে আর্সেনালের পয়েন্ট ৮০, সিটির ৭৯। তবে মিকেল আরতেতার দলের চেয়ে ১ ম্যাচ কম খেলায় গার্দিওলার দলই টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের দৌড়ে সুবিধাজনক অবস্থানে আছে। তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৫।

প্রিমিয়ার লিগ ইতিহাসের ১৯তম কোচ হিসেবে আজ ৩০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন গার্দিওলা। আজকের জয়টি তাঁর ২২১তম। ৩০০ প্রিমিয়ার লিগ ম্যাচে ৭৩.৬% জয় নিয়ে তিনিই সবচেয়ে সফল কোচ।