‘ফুটবলকে ভালোবাসা মানুষমাত্রই চায়—ট্রফিটি মেসিই উঁচিয়ে ধরুক’

মরিসিও পচেত্তিনো কোচিং করাচ্ছেন দীর্ঘদিন ধরে, পিএসজিতে ছিলেন মেসির কোচ। বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিউইয়র্ক টাইমস-এর ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকে লিখেছেন পচেত্তিনো

বিশ্বকাপে শেষ ম্যাচ খেলতে নামছেন মেসিরয়টার্স

১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার দৃশ্য আমি কখনো ভুলব না। বিশ্বকাপ নিয়ে সেটাই আমার প্রথম স্মৃতি, যেটা আমি এখনো পুঙ্খানুপুঙ্খ মনে করতে পারি। বিশ্বকাপ জয় উদ্‌যাপন করতে আমরা সবাই শহরে ছুটে গিয়েছিলাম। মূল চত্বরে গিয়ে আমরা আনন্দ ভাগাভাগি করলাম। মনে হচ্ছিল, আমরাই জিতেছি, এটা আমাদেরই বিশ্বকাপ।

আর্জেন্টিনা এবার নিজেদের ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ জিতলে একই অনুভূতি হবে মানুষের। আর ১৯৮৬–এর সঙ্গে এবার অনেক মিলও আছে। ১৯৮৬ সালে আর্জেন্টিনা বুঝতে পেরেছিল যে তারা যদি সেরা খেলোয়াড় ম্যারাডোনাকে কেন্দ্র করে দল গড়তে পারে, তাহলে বিশ্বকাপ জেতা সম্ভব। এবার তারা বুঝেছে, মেসিকে কেন্দ্র করে দলের সবকিছু করতে পারলে সম্ভব আরেকবার বিশ্বকাপ জয় করা।

আমার কাছে আর্জেন্টিনা দলের এ ব্যাপারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনার দলে মেসি থাকবে, আপনাকে তার জন্যই ছুটতে হবে। আর আপনি যখনই বল পাবেন, যত দ্রুত সম্ভব তাকে বল দিতে চাইবেন। আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা জানে, প্রতিটি মুহূর্তে তাদের কী করতে হবে—মেসির পার্থক্য গড়ে দেওয়ার জন্য যে পরিস্থিতি তার প্রয়োজন, সেটা তৈরি করে দিতে হবে তাকে।

আরও পড়ুন

অবশ্যই আর্জেন্টিনার মেসিকে প্রয়োজন আছে। কিন্তু প্রতিটি মুহূর্তে লড়াই করার জন্য মেসিরও দলের বাকি ১০ জন খেলোয়াড়কে দরকার। এটাই এ দলের অন্যতম মূল দিক যে খেলোয়াড়েরা বিশ্বাস করে, মেসির জন্য খেললেই তাদের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব। আর লক্ষ করে দেখুন, সব খেলোয়াড়ই সামর্থ্যের ১২০ শতাংশ করে দিচ্ছে। রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ—ভিন্ন ভিন্ন খেলোয়াড়।

আরও পড়ুন

কিন্তু তারা সবাই নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে, কখনো কখনো বেশিও। তারা এটা করছে; কারণ, বিশ্বকাপ জেতাটা তাদের স্বপ্ন। এখন তারা বিশ্বকাপ জয়ের খুব কাছে। আর দলটা জানে, যখন তাদের একজন মেসি আছে, যেকোনো কিছুই সম্ভব।

আমি একজন আর্জেন্টিনো, আমি আর্জেন্টিনার হয়ে খেলেছি এবং শিশুকাল থেকেই একটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছি। মেসিও ব্যতিক্রম নয়। আমি খুব ভালো করেই জানি, এবার ট্রফিটা উঁচিয়ে ধরতে চায় মেসি। আর্জেন্টিনার প্রত্যেকে, আমি তো মনে করি, ফুটবলকে ভালোবাসা মানুষমাত্রই চায়—ট্রফিটি মেসিই উঁচিয়ে ধরুক।