‘চুমু–কাণ্ড’ নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

স্প্যানিশ মিডফিল্ডার হেনি হেরমোসোর ঠোঁটে চুমু দেন রুবিয়ালেসছবি: টুইটার

এই বিতর্ক যেন শেষ হওয়ার নয়!

স্পেনের প্রধানমন্ত্রী থেকে ফিফার দরবার—সবখানেই স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসের ‘চুমু-কাণ্ড’ নিয়ে আলোচনা হয়েছে। এখনো তা নিয়ে আলোচনা থেমে নেই। এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এই বিষয়ে মুখ বলেছেন। ফিফা সভাপতির মতে, নারী বিশ্বকাপের ফাইনাল উৎসবকেই কলঙ্কিত করেছে রুবিয়ালেসের এই ঘটনা। এর আগে রুবিয়ালেসকে ৯০ দিনের জন্য নিষিদ্ধও করেছিল ফিফা

ইনস্টাগ্রামে চ্যাম্পিয়ন দল স্পেনের সঙ্গে ছবি পোস্ট করে ইনফান্তিনো বলেছেন, ‘শেষ বাঁশি বাজার পর যা হয়েছে, তাতে চ্যাম্পিয়নদের আকাঙ্ক্ষিত উদ্‌যাপন নষ্ট হয়েছে এবং এরপর যা হয়েছে, সেটাও ঘটা উচিত হয়নি।’

আরও পড়ুন

ঘটনার শুরু মূলত ২০ আগস্ট। অস্ট্রেলিয়ার সিডনিতে সেদিন ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এরপর পুরস্কার মঞ্চে স্পেনের মিডফিল্ডার হেনি হেরমোসো পদক নেওয়ার সময় দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি তাঁর ঠোঁটে চুমু দেন।

স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইনফান্তিনো
ছবি: ইনস্টাগ্রাম

শুধু তা–ই নয়, একটি ভিডিওতে দেখা যায়, স্পেনের জয় উদ্‌যাপনের সময় দুই হাত দিয়ে নিজের জননেন্দ্রিয় ধরে ছিলেন রুবিয়ালেস, এ সময় প্রায় দুই মিটার দূরেই স্পেনের রানি লেতিজিয়া তাঁর মেয়েকে নিয়ে বসে ছিলেন। এসব মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সমালোচনা হয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন মহলে।

আরও পড়ুন

এরপর স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রুবিয়ালেসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ফিফা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না। এই সিদ্ধান্তের পক্ষে–বিপক্ষেও নানা মত আছে। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে গির্জায় অনশনে বসেছিলেন রুবিয়ালেসের মা, যেখানে গতকাল তিনি অসুস্থ হয়ে পড়েন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
এএফপি

রুবিয়ালেসকে দেওয়া শাস্তি সম্পর্কে ফিফা সভাপতি বলেছেন, ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি সঙ্গে সঙ্গেই তাদের দায়িত্ব বুঝতে পেরেছিল এবং যথাযথ পদক্ষেপ নিয়েছে। কীভাবে ভবিষ্যতে নারী ফুটবলকে সহযোগিতা করা যায়, আমাদের মনোযোগটা সেদিকেই দেওয়া উচিত। সত্যিকারের মূল্যবোধকে সমুন্নত রাখা এবং খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে ও তাদের পারফরম্যান্সকে সম্মান করা উচিত।’

ফিফা সভাপতি ইনস্টাগ্রাম পোস্টে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এটা নারী ফুটবল ইতিহাসের সেরা বিশ্বকাপ ছিল। অংশগ্রহণ করা সব দলকে অভিনন্দন, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে।’

আরও পড়ুন