পোল্যান্ড কোচের পদত্যাগ, ‘যুদ্ধ’ জিতলেন লেভা
পোল্যান্ডের প্রধান কোচ মিচাল প্রোবিয়েৎসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন রবার্ট লেভানডফস্কি। বার্সেলোনার এই তারকা স্ট্রাইকার কদিন আগে সাফ জানিয়ে দিয়েছিলেন, প্রোবিয়েৎস দায়িত্বে থাকলে তিনি জাতীয় দলের হয়ে খেলবেন না।
শেষ পর্যন্ত লেভার চাওয়াই পূরণ হলো। পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রোবিয়েৎস। পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আজ এক বিবৃতিতে তাঁর সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।
পদত্যাগের ঘোষণায় ৫২ বছর বয়সী প্রোবিয়েৎস বলেছেন, ‘আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের মঙ্গলের জন্য কোচের পদ থেকে পদত্যাগ করাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে। এই দায়িত্ব পালন করা ছিল আমার পেশাগত স্বপ্নের বাস্তবায়ন এবং আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’
পোল্যান্ডের ফুটবল সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন প্রোবিয়েৎস, ‘আমার সব সহকর্মী এবং পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সব কর্মীকে ধন্যবাদ জানাতে চাই। আমি সব সময় আপনাদের ওপর ভরসা রেখেছি। অ্যাসোসিয়েশনের সভাপতি ও বোর্ড আমার প্রতি আস্থা রাখায় ধন্যবাদ।’
বিদায়ী বার্তার শেষটায় তিনি বলেছেন, ‘অবশ্যই আমার দলের ফুটবলারদের ধন্যবাদ জানাতে চাই। তাদের সবাইকে শুভকামনা জানাই। কারণ, জাতীয় দল আমাদের সবার জাতীয় সম্পদ। আমাদের অসাধারণ সমর্থকদেরও ধন্যবাদ। ভালোমন্দ যেকোনো সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন।’
২০২৩ সালের সেপ্টেম্বরে ফার্নান্দো সান্তোসকে ছাঁটাই করে মিচাল প্রোবিয়েৎসকে কোচের দায়িত্ব দেয় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর কোচিংয়ে ২১ ম্যাচ খেলে ১০টিতে জিতেছে পোল্যান্ড, হেরেছে ৭টিতে, বাকি ৪ ম্যাচে করেছে ড্র।
প্রোবিয়েৎসের অধীন ইউরোপীয় অঞ্চলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা বেশ ভালো হয়েছিল পোল্যান্ডের। লিথুয়ানিয়া ও মাল্টার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ‘জি’ গ্রুপের শীর্ষে ছিল দলটি।
কিন্তু পরশু রাতে লেভানডফস্কিকে ছাড়া খেলতে নেমে তাঁর অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে পোল্যান্ড। ফিনল্যান্ডের মাঠে তারা ২–১ গোলে হেরে গেছে। এই এক হারেই ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে পোল্যান্ড।
বাছাইয়ের প্রথম রাউন্ডে পোল্যান্ডের শেষ পাঁচ ম্যাচ এ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। যেহেতু কোচ প্রোবিয়েৎস পদত্যাগ করেছেন, তাই লেভানডফস্কি অচিরেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দেবেন—এমনটাই প্রত্যাশা করছেন পোল্যান্ডের সমর্থকেরা। কারণ, পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে ফিরতে না পারলে যে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাবে পোলিশরা!
এর আগে গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেভানডফস্কি জানান, কোচ মিচাল প্রোবিয়েৎস যত দিন দায়িত্বে থাকবেন, তত দিন তিনি পোল্যান্ড দলে ফিরবেন না।
লেভার এমন আচমকা সিদ্ধান্তের সম্ভাব্য কারণ হিসেবে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, প্রোবিয়েৎস তাঁকে সরিয়ে ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক বানিয়েছিলেন, যা বার্সা তারকা মেনে নিতে পারেননি। সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোয় খেলতে অনাগ্রহ দেখানোর কারণে কোচ প্রোবিয়েৎস নাকি লেভার ওপর অসন্তুষ্ট ছিলেন।
২০১৪ সালে ইয়াকুব ব্লাসচিকোভস্কির কাছ থেকে পোল্যান্ড অধিনায়কের বাহুবন্ধনী পেয়েছিলেন লেভা। তখন থেকেই তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। অবসর ভেঙে ফিরলে লেভা আবার জাতীয় দলের নেতৃত্ব ফিরে পাবেন কি না, সেটা সময়ই বলে দেবে।
পোল্যান্ডের হয়ে রেকর্ড ১৫৮ ম্যাচ খেলা লেভা ৮৫ গোল করে দেশটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও। অনেকের মতে, লেভাই মধ্য ইউরোপের দেশটির সর্বকালের সেরা ক্রীড়াবিদ।