১৩ ম্যাচে মাত্র ২ জয়, ৬৭ দিন পরই বরখাস্ত কোচ

কোচ দিয়েগো আলোনসোকে ছাঁটাই করেছে সেভিয়াএএফপি

বলা হয়ে থাকে, কোচদের ব্যাগ সব সময় গোছানোই থাকে। এক রোববারে সমর্থকেরা যে মানুষকে দেবতাজ্ঞান করে, পরের রোববারে সেই মানুষকেই বিদায় নেওয়ার জন্য তারা অভিশাপ দিতে থাকে। এমন চড়াই-উতরাইয়ের জীবনই যেন কোচদের নিয়তি। প্রতি মৌসুমে বড় কিছু করার স্বপ্ন নিয়ে একটা দলের দায়িত্ব নেন তাঁরা, কিন্তু মাঝমৌসুমেই সেসব স্বপ্নের জলাঞ্জলি দিয়ে বিদায় নিতে হয় অনেককে।

কেউ কেউ অন্য দলের দায়িত্ব নিতে চাকরি ছাড়লেও বেশির ভাগ ক্ষেত্রেই ছাঁটাই হয়ে বিদায় নিতে হয় কোচদের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন পর্যন্ত চাকরি থেকে বিদায় নিয়েছেন ২০ জন কোচ, যে তালিকায় সর্বশেষ সংযোজন সেভিয়ার কোচ দিয়েগো আলোনসো। দলের ধারাবাহিক ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার ৬৭ দিনের মাথায় ছাঁটাই করা হয়েছে এই কোচকে।

আরও পড়ুন

গত অক্টোবরে আলোনসোকে দায়িত্ব দেয় সেভিয়া। কিন্তু তিনি আসার পর লা লিগায় মাত্র দুটি ম্যাচে জিততে পেরেছে ক্লাবটি। চলতি মৌসুমে লা লিগায় ১৬ ম্যাচে ২ জয়, ৭ ড্র ও ৭ হারে ১৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে সেভিয়া। এমন পারফরম্যান্সে এখন অবনমনের শঙ্কাতে ক্লাবটি। অবনমন অঞ্চলে থাকা ১৮তম দল কাদিজের পয়েন্টও এখন ১৬ ম্যাচে ১৩।

এমনকি সব প্রতিযোগিতা মিলিয়েও সেভিয়া সর্বশেষ ১৩ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সবার শেষে থেকে ছিটকে গেছে ক্লাবটি। গ্রুপ পর্বে ৬ ম্যাচ খেলে কোনো জয়ই পায়নি সেভিয়া। দুটি ড্রয়ের বিপরীতে আছে ৪ হার। দলের এমন পারফরম্যান্সের পর দায়িত্ব থাকলে সেটাই অস্বাভাবিক ব্যাপার হতো। শেষ পর্যন্ত হেতাফের কাছে গতকাল ৩-০ গোলে হারের পর তাঁকে বিদায় দিয়ে দিল সেভিয়া।

সেভিয়ার সময়টা মোটেই ভালো যাচ্ছে না
এএফপি

হেতাফে ম্যাচ শেষ হওয়ার অল্প কিছু সময়ের মধ্যে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় সেভিয়া। এক বিবৃতিতে তারা জানায়, ‘দিয়েগো আলোনসোকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর চেষ্টার জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য আমরা তাঁকে শুভকামনা জানাচ্ছি।’

আরও পড়ুন

এদিকে আলোনসোর বদলে কে দায়িত্ব নেবেন, তা এখনো জানায়নি সেভিয়া। লা লিগায় আগামী মঙ্গলবার গ্রানাদার বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে সেভিয়া। লা লিগায় আলোনসোসহ এখন পর্যন্ত ৬ জন কোচ ছাঁটাই হয়েছেন। এমনকি সেভিয়া ও ভিয়ারিয়ালই এর মধ্যে ছাঁটাই করেছে দুজন করে কোচ। এর আগে ভিয়ারিয়াল কুইকে সেতিয়েন ও পাচেতাকে, আলেমরিয়া ভিনসেন্ট মোরেনোকে, সেভিয়া হোসে লুইস মেন্দিলিভারকে এবং গ্রানাদা পাকো লোপেজকে ছাঁটাই করেছে।