নেশনস কাপে সৌভাগ্যের আশায় গরু কোরবানি মিসরের

মিসর শেষ ষোলোয় উঠলেও চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন দলটির সবচেয়ে তারকা মোহাম্মদ সালাহএএফপি

আফ্রিকান নেশনস কাপে সৌভাগ্যের আশায় গরু কোরবানি দিয়েছে মিসর ফুটবল। দলের মুখপাত্র মোহাম্মেদ মোরাদ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) গতকাল জানিয়েছেন, মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার গরু কোরবানি দিয়ে তার গোশত কায়রোর অভাবী মানুষের মধ্যে বিতরণ করেছে।

আরও পড়ুন

নেশনস কাপে ‘বি’ গ্রুপ থেকে ৩ ম্যাচে খেলে এখনো জয়বঞ্চিত মিসর। তবে সব কটি ম্যাচই ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে উঠেছে শেষ ষোলোয়। নেশনস কাপে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়নরা শেষ ষোলোয় আগামীকাল কঙ্গোর মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান পেদ্রোয়, আর গতকাল আবিদজান থেকে সেখানে যেতে মিসর দলের ফ্লাইট প্রায় এক ঘণ্টা দেরি হয়।

চোটের থাবায় জর্জরিত মিসর দল
এএফপি

মিসর দল এবার নেশনস কাপে চোটে জর্জরিত। দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ চোট পেয়ে মাঠের বাইরে। গ্রুপ পর্বে মিসরের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ার পর আর মাঠে নামতে পারেননি। তৃতীয় ম্যাচে মিসরের গোলকিপার মোহাম্মদ এল শেনওয়ের কাঁধের হাড় স্থানচ্যুত হয়। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে বুধবার হাসপাতালে যেতে হয়েছে মিসর মিডফিল্ডার ইমাম আসৌরকে। পরে অবশ্য স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

দলের সৌভাগ্যের আশায় কোরবানি দেওয়া মিসর ফুটবলের জন্য নতুন না। এপি জানিয়েছে, ঘানায় অনুষ্ঠিত ২০০৮ নেশনস কাপের অনুশীলনে বাছুর কোরবানি দিয়েছিল মিসর ফুটবল। বার্তা সংস্থা রয়টার্সের দাবি অবশ্য বাছুর নয়, গরু কোরবানি দেওয়া হয়েছিল। সেটাও সৌভাগ্যেরই আশায়।

সে সময় রয়টার্সের আলোকচিত্রী অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন। মাঠে খেলোয়াড়েরাই গরু কোরবানি দিয়েছিলেন বলে জানিয়েছিলেন সেই আলোকচিত্রী। দলের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সৌভাগ্যের আশায় কোরবানি দেওয়া হয়েছে এবং গোশত অভাবীদের মধ্যে বিতরণ করা হবে। সেবার ন্যাশনস কাপ জিতেছিল মিসরই।

আরও পড়ুন