আর্জেন্টিনার প্রাথমিক দলে ‘নতুন মেসি’ এচেভেরি
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৩৩ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার হয়ে আলো ছড়ানো ক্লদিও এচেভেরি। যুবাদের সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা শিরোপা জিততে না পারলেও বল পায়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ‘নতুন মেসি’ এচেভেরি। ৬ গোল করে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। আর্জেন্টিনার প্রাথমিক দলে ডাক পাওয়া এচেভেরি ম্যানচেস্টার সিটির হয়েও মাঠে নামার অপেক্ষায় আছেন। সব ঠিক থাকলে হয়তো মূল দলেও জায়গা করে নেবেন এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনার এই দলে এচেভেরি ছাড়া আরও বেশ কয়েকজন তরুণ ডাক পেয়েছেন। যে তালিকায় সিরি ‘আ’ ক্লাব বোলোনিয়ার হয়ে খেলা সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন দমিনগেজও আছেন। এই মৌসুমে দারুণ ছন্দে আছেন তাঁরা। এই দলে ডাক পাওয়াদের মধ্যে আছেন মাক্সিমো পেরোনেও। ইতালিয়ান ক্লাব কোমোতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে আস্থা অর্জন করেছেন তিনি।
আর্জেন্টিনা দলে তারুণ্যের ভিড়ে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ মার্কোন আকুনিয়া ও গুইদো রদ্রিগেজ। মূলত ছন্দহীনতার কারণেই প্রাথমিক স্কোয়াডে জায়গা হারিয়েছেন তাঁরা। এ ছাড়া অন্যদের মধ্যে লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস সেনেসি নেই চোটের কারণে।
বিশ্বকাপ বাছাইয়ে ২২ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর ২৬ মার্চ ভোর ৬টায় হাই ভোল্টেজ সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের।
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার
নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।
মিডফিল্ডার
লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে।
ফরোয়ার্ড
জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া।