‘নতুন মেসি’কে পেতে লড়াইয়ে সিটি–চেলসিও

আর্জেন্টিনার তরুণ প্লেমেকার ক্লদিও এচেভেরিফিফা

আর্জেন্টাইন চ্যাম্পিয়নস ট্রফি জিতে বছর শেষ করেছে রিভারপ্লেট। ট্রফির লড়াইয়ে রোজারিও সেন্ট্রালকে রিভারপ্লেট হারায় ২-০ গোলে। তবে রিভারপ্লেটের শিরোপা জয়ের সে আনন্দ কিছুটা ম্লান হয়েছে ক্লদিও এচেভেরির ক্লাব ছাড়ার ঘোষণায়। এচেভেরি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ‘আমি আর চুক্তি নবায়ন করছি না।’ এ ঘোষণায় রিভারপ্লেট সমর্থকদের মন খারাপ হলেও নড়েচড়ে বসেছে ইউরোপিয়ান জায়ান্টরা। রিভারপ্লেটের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।

সম্প্রতি আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসেন এচেভেরি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেছেন হ্যাটট্রিকও। পাশাপাশি রিভারপ্লেটের হয়েও মুগ্ধতা ছড়িয়েছেন ১৭ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার। খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে মিল থাকায় তাঁকে ডাকাও হচ্ছে ‘নতুন মেসি’ বলে। কারও কারও চোখে এচেভেরি আবার মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মিশ্রণ।

আরও পড়ুন

এ মুহূর্তে আলোচনার কেন্দ্রে থাকলেও ইউরোপিয়ান ক্লাবগুলোর সঙ্গে এচেভেরিকে জড়িয়ে আলোচনা অবশ্য একেবারে নতুন নয়। গত এপ্রিলেই তাঁকে নিতে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ম্যানচেস্টার সিটির ত্রিমুখী লড়াইয়ের কথা শোনা যায়। আর কদিন আগে জানা যায়, এচেভেরিকে দলে টানতে বার্সেলোনা নাকি ৩৬০ কোটি টাকা দিতেও রাজি আছে।

এচেভেরিকে নিয়ে দলবদলের লড়াই যে জমে উঠতে যাচ্ছে, সে বার্তাই এবার দিয়েছেন দলবদল–বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো। ইতালিয়ান এই সাংবাদিক জানিয়েছেন, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ও মরিসিও পচেত্তিনোর চেলসি এচেভেরিকে দলে টানতে মরিয়ে হয়েই মাঠে নেমেছে। রোমানো জানান, বার্সাও তাঁকে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। এচেভেরিও বার্সায় খেলতে চান।

আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসির সঙ্গে এচেভেরি
টুইটার

কদিন আগে এচেভেরি বলেছিলেন, ‘রিভারপ্লেটের মতো বার্সার হয়েও আমি খেলতে চাই। আমি মেসির অনেক বড় ভক্ত। আমি তাঁকে বার্সায় খেলতে দেখে বেড়ে উঠেছি। ছোটবেলা থেকে রিভারপ্লেট ও বার্সাকে অনুসরণ করি।’ তবে বার্সা-এচেভেরির এক হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আর্থিক–সংগতি নীতি। যে কারণে শেষ পর্যন্ত সিটি এবং চেলসির মধ্যে হতে পারে এ তরুণকে নিয়ে আসল লড়াই।

এই দুই দলের মধ্যে অবশ্য চেলসির চেয়ে সিটিই অবশ্য কিছুটা এগিয়ে আছে। সেটি দলটিতে থাকা আরেক আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের কারণে। আলভারেজ এবং এচেভেরির মধ্যে সম্পর্ক নাকি বেশ ভালো। ধারণা করা হচ্ছে এচেভেরির ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণে বেশ ভালোভাবেই ভূমিকা রাখতে পারে এ বিষয়টি।

আরও পড়ুন

জানুয়ারিতে ১৮-তে পা দিতে যাওয়া ‘নতুন মেসি’র সঙ্গে রিভারপ্লেটের চুক্তি শেষ হবে ২০২৪ সালের ডিসেম্বরে। যেখানে তাঁর রিলিজ ক্লজ ৩ কোটি ইউরো। সামনের দিনগুলোতে তাঁর দলবদল নিয়ে কী নাটক মঞ্চস্থ হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।