১ কোটি ২০ লাখ পাউন্ডে যাঁকে কোচ বানাতে চায় লিভারপুল

স্পোর্টিং লিসবন কোচ রুবেন আমোরিমরয়টার্স

মৌসুম শেষে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণা দলটির সমর্থকদের জন্য ‘বিনা মেঘে বজ্রপাত’–এর মতোই ছিল। তবে সেই ধাক্কা সামলে জাবি আলোনসোতেই স্বপ্ন দেখা শুরু করেছিল তারা। লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার দায়িত্ব নিয়ে বদলে দিয়েছেন বায়ার লেভারকুসেনের মতো ক্লাবকে। ধারণা করা হচ্ছিল, লেভারকুসেনের হয়ে সাফল্যের যে ধারা আলোনসো শুরু করেছেন, সেটিকে পূর্ণতা দেবেন লিভারপুলে গিয়ে।

একপর্যায়ে আলোনসোর লিভারপুলে যাওয়াও মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক খবরের পর বদলে যায় দৃশ্যপট। গার্ডিয়ান জানায়, আলোনসোকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে লিভারপুল। কারণ, তিনি লেভারকুসেনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক ঘণ্টা পর আলোনসো নিজেও জার্মান ক্লাবটিতে থেকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

আলোনসো সরে দাঁড়ানোর পর লিভারপুলের সম্ভাব্য কোচ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা–কল্পনা। জানা গেছে, লিভারপুলের কোচ হওয়ার দৌড়ে এখন এগিয়ে আছেন স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিম। তাঁকে আনতে লিভারপুলের খরচ হতে পারে ১ কোটি ২০ লাখ ৮০ হাজার পাউন্ড—ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের দেওয়া তথ্য বলছে এটি আমোরিমের ‘রিলিজ ক্লজ’। যা এ মৌসুম শেষে কার্যকর হবে। তবে লিভারপুল যদি ২০২৫ এর গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করে, তবে এই দাম ৮০ লাখ ৫০ হাজার পাউন্ডে নেমে আসতে পারে।

লিভারপুলের নীতিনির্ধারকদের নাকি পর্তুগিজ এই কোচকে বেশ মনে ধরেছে। এরই মধ্যে পর্তুগিজ ক্লাবটির হয়ে নিজের জাদুও দেখিয়েছেন আমোরিম। তাঁর হাত ধরেই ১৯ বছর পর লিগ শিরোপা জিতেছে লিসবন। জিতেছে ঘরোয়া ফুটবলের একাধিক শিরোপাও। পাশাপাশি আমোরিম নাকি ইংরেজিও বেশ ভালো বলতে পারেন।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ মৌসুম শেষে বিদায় নেবেন
রয়টার্স

তবে আমোরিমকে পাওয়া লিভারপুলের জন্য মোটেই সহজ হবে না। দলকে দারুণ সাফল্য এনে দেওয়া এক কোচকে ছাড়তে রাজি হবে না স্পোর্টিং লিসবন। তা ছাড়া এখন পর্যন্ত আমোরিমের জন্য আনুষ্ঠানিক কোনো প্রস্তাবও দেয়নি অ্যানফিল্ডের ক্লাবটি। তাই লিভারপুলের সঙ্গে আমোরিমের চুক্তি আদৌ হবে কি না, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে।  

লিভারপুলের রাডারে আছেন ব্রাইটন কোচ রবার্তো ডি জেরবিও। তাঁকে পেতেও আমোরিমের সমপরিমাণ অর্থ খরচ হতে পারে ‘অল রেড’দের। এ ছাড়া জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমানের ব্যাপারেও লিভারপুলের আগ্রহের বিষয়টি সামনে এসেছে। নাগলসমানের সঙ্গে জার্মানি জাতীয় দলের চুক্তির মেয়াদ ইউরো ২০২৪ পর্যন্ত।

আরও পড়ুন

ফলে ইউরোতে জার্মানির সাফল্য–ব্যর্থতার ওপর নাগলসমানের চুক্তির বিষয়টি নির্ভর করছে। এরই মধ্যে লিভারপুলের ডাটা টিম নাকি ক্লপের সঙ্গে মিলিয়ে নতুন কোচেরও সন্ধান করছে। মূলত দলের বর্তমান স্কোয়াডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোচ বাছাইয়ের কাজটাই করে যাচ্ছে তারা। এখন নানা হিসাব–নিকাশের পর শেষ পর্যন্ত লিভারপুলের নতুন কোচ হিসেবে কে দায়িত্ব নেবেন, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে।