মাঠে ফিরেই বিদায় নিলেন নেইমার, অনিশ্চিত নতুন চুক্তিও
সিআরবির বিপক্ষে কোপা দো ব্রাজিলের ম্যাচ দিয়ে নেইমারের মাঠে ফেরাটা অনেকটাই নিশ্চিত ছিল। আজ সকালে তৃতীয় রাউন্ডে দ্বিতীয় লেগের ম্যাচে শুরুতে বেঞ্চে থাকলেও দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে তাঁকে মাঠে নামান সান্তোস কোচ ক্লেবার হাভিয়ার।
কিন্তু নেইমার নেমেও ম্যাচে কোনো পার্থক্য গড়তে পারেননি। প্রথম লেগে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচটি দ্বিতীয় লেগে শেষ হয় গোলশূন্য ড্রয়ে। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে দলের প্রথম শটে নেইমার গোল করলেও শেষ রক্ষা হয়নি। সান্তোস ম্যাচ হেরে যায় ৫–৪ গোলে। এর ফলে চোট কাটিয়ে এক মাস পর মাঠে ফিরেই দলের বিদায় দেখতে হলো ব্রাজিল তারকাকে।
ম্যাচ শেষে দলের বিদায় নিয়ে হতাশা প্রকাশ করেছেন নেইমার। এককভাবে তাঁর ওপর নির্ভর করে ফল পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন এ ফরোয়ার্ড।
নেইমার বলেছেন, ‘জানি, আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়। ২০ বা ২৫ মিনিটেই আমি পার্থক্য গড়ে দিতে পারি। আমি জানি, আমি আমার সতীর্থদের সাহায্য করতে পারি। এটা অনেক দিন পর আমার প্রথম ম্যাচ। কিন্তু সবকিছু শুধু আমার ওপর নির্ভর করতে পারে না। সবাই জানে আমরা কী অবস্থায় আছি এবং এই পরিস্থিতি থেকে বের হতে আমাদের সব খেলোয়াড়ের প্রয়োজন।’
আগামী ৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে চুক্তি নবায়নের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নেইমার বলেছেন, ‘আমি এখনো জানি না।’
দলের বিদায়ের পাশাপাশি অন্য রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নেইমার।
বৃহস্পতিবার নেইমার হোটেল ছাড়ার সময় ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভিড় নিয়ন্ত্রণের সুরক্ষাবেষ্টনীও ভেঙে ফেলেন নেইমার-ভক্তরা। ভিডিওতে অবশ্য হোটেল ছাড়ার সময় নেইমারকে হাত নাড়তে এবং ভক্তদের সঙ্গে হাত মেলাতেও দেখা গেছে।