রোমাঞ্চ, নাটক, উল্লাস, বিতর্ক ও হতাশার এক ফাইনাল

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ দেখেছে নাটকীয় ও বিতর্কিত এক ফাইনাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মূল খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারেও ছিল ১১-১১ সমতা। এরপর টসের মাধ্যমে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও পরে সে সিদ্ধান্ত বদলে যায়। খেলা শুরু থেকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা—পাঁচ ঘণ্টার নাটকীয়তাময় ম্যাচের গল্প দেখুন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায়—
১ / ১০
৮ মিনিটে গোল হজম করেছিল বাংলাদেশ, শেষ মুহূর্তে স্বাগতিকদের সমতায় ফেরান সাগরিকা
প্রথম আলো
২ / ১০
টুর্নামেন্টে অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। বাংলাদেশের গোলরক্ষক একটি শট আটকেও দিয়েছিলেন, তবে আগেই গোললাইন ছেড়ে যাওয়ায় বাতিল হয় সেটি। সাডেন ডেথেও গোল করেন দুই দলেরই বাকি ছয়জন করে
প্রথম আলো
৩ / ১০
রেফারি এরপর পেনাল্টি চালিয়ে যেতে উদ্যত হলেও কোনো বার্তা পেয়ে ছুটে আসেন। রাত সোয়া আটটার দিকে ম্যাচ কমিশনারের উপস্থিতিতে হয় টস
প্রথম আলো
৪ / ১০
টসে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। মেতে ওঠে উদ্‌যাপনে
প্রথম আলো
৫ / ১০
ভারত একদিকে উল্লাস করছে, অন্যদিকে কান্না বাংলাদেশ দলে
প্রথম আলো
৬ / ১০
এরপর ম্যাচ কমিশনার নিজের ভুল বুঝে টসের সিদ্ধান্ত বাতিল করেন, কিন্তু ভারত দল মাঠ ছেড়ে যায়
প্রথম আলো
৭ / ১০
মাঠে অপেক্ষায় বাংলাদেশ দল, দলের উদ্দেশে কথা বলছেন কোচ সাইফুল বারী
প্রথম আলো
৮ / ১০
অপেক্ষায় ম্যাচ অফিশিয়ালরাও
প্রথম আলো
৯ / ১০
ম্যাচের ফল শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে, তা নিয়ে অপেক্ষা বাড়ে। প্রায় পাঁচ ঘণ্টার নাটক আর বিতর্কের পর শেষ পর্যন্ত যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকে। দুই দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান
প্রথম আলো
১০ / ১০
এবার উল্লাস বাংলাদেশ দলের
প্রথম আলো