এমবাপ্পেকে পিএসজির কট্টর সমর্থকদের ‘হুমকি’

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেএএফপি

কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা বলতে গেলে নিশ্চিত, আগামী ৩০ জুনের পর থেকে রিয়ালের খেলোয়াড় হিসেবেই পরিচিত হবেন এমবাপ্পে। এরই মধ্যে এমবাপ্পের সঙ্গে রিয়ালে চুক্তি সম্পন্ন হওয়ার খবরও নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এমবাপ্পের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে প্যারিসে।

পিএসজিতে টানা তিন ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ দেওয়া হয়নি এমবাপ্পেকে। আর এ নিয়ে ফরাসি তারকার ক্ষুব্ধ হওয়ার কথাও জানিয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো। এমবাপ্পেকে টানা বদলি করার কারণ হিসেবে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, তাঁকে বাদ দিয়ে খেলায় অভ্যস্ত হওয়ার কথা। তবে এমবাপ্পের ধারণা, ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কারণে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে তাঁকে।

আরও পড়ুন

শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও এমবাপ্পের জন্য আগামী কয়েক মাস কঠিন হতে যাচ্ছে। কদিন আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছিল, এমবাপ্পের প্রতিনিধিরা পিএসজির কট্টরপন্থী সমর্থক গোষ্ঠী ‘কালেক্টিভ আল্ট্রাস প্যারিস’কে অনুরোধ জানিয়েছে, তারা যেন আনুষ্ঠানিক ঘোষণার আগে দুয়ো না দেন। তবে এখন এসে পরিস্থিতি সম্ভবত বদলে যাচ্ছে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ব্যানার, যেটা রাখ হয়েছিল পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসের বাইরে। ব্যানারে লেখা ছিল, ‘কেএম (কিলিয়ান এমবাপ্পে): ৩০ জুনের অপেক্ষায় আছি।’ এখানে মূলত সে দিনটির কথা বলা হচ্ছে, যেদিন এমবাপ্পের সঙ্গে প্যারিসের ক্লাবটির চুক্তি শেষ হবে। বোঝাই যাচ্ছে, পিএসজির কট্টর সমর্থকেরা এমবাপ্পেকে বিদায় দেওয়ার অপেক্ষায় আছে। তারা হয়তো এখন এমবাপ্পে–অধ্যায় পেছনে ফেলে সামনে তাকাতে চায়।

আরও পড়ুন

এমবাপ্পেকে পিএসজির কট্টর সমর্থকেরা খুব সহজে ছেড়ে দেবে কি না, সে প্রশ্নও কেউ চাইলে এখন তুলতে পারে। এর আগে পিএসজিতে খেলার সময় লিওনেল মেসি ও নেইমারের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল তারা। মাঠে তো ক্রমাগত দুয়ো দিয়েই গেছে, এমনকি নেইমারের বাড়ির সামনে গিয়েও বিক্ষোভ করেছিল কালেক্টিভ আল্ট্রাস প্যারিস। সামনের দিনগুলোয় এমবাপ্পেকেও এমন পরিস্থিতিতে পড়তে হয় কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।  

এদিকে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, পিএসজিতে এখন অস্বস্তিতে আছেন এমবাপ্পে। মৌসুমের এ পর্যায়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের খবর ফাঁস হওয়ার বিষয়টিও মানতে পারছেন না তিনি। তাঁর ধারণা এমন পরিস্থিতিতে দলেরও ক্ষতি হতে পারে। পাশাপাশি ক্লাব ছাড়ার খবর ফাঁস করে পিএসজি তাঁর সিদ্ধান্তকে সম্মান করেনি বলেও মনে করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।