রেকর্ড গড়ে বর্ষসেরার পুরস্কার জিতলেন হলান্ড

ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ডরয়টার্স

ম্যানচেস্টার সিটির হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আর্লিং হলান্ড খেলেছেন ৪৭টি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নাম লেখানোর প্রথম মৌসুমেই নিজেকে দলটির গোলমেশিন হিসেবে প্রমাণ করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। ৪৭ ম্যাচে গোল করেছেন ৫১টি। মূল কাজ তাঁর গোল করা। তবে সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও হলান্ড। ৪৭ ম্যাচে তাঁর অ্যাসিস্টের সংখ্যা ৮।

একের পর এক গোল করে যাওয়া হলান্ড এরই মধ্যে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন। মৌসুমজুড়ে ভালো পারফরম্যান্সের পুরস্কারও পেতে শুরু করেছেন তিনি।

আরও পড়ুন

আজই যেমন একটি সেরার পুরস্কার পেয়েছেন হলান্ড। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লুএ) বর্ষসেরা ফুটবলার হয়েছেন ম্যান সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার।

আরও পড়ুন

টানা দ্বিতীয় মৌসুমের জন্য বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন চেলসির অস্ট্রেলিয়ান খেলোয়াড় স্যাম কের।২২ বছর বয়সী হলান্ড তাঁর ৫১ গোলের ৩৫টিই করেছেন প্রিমিয়ার লিগে। তাঁর ৮ অ্যাসিস্টের ৭টিও এখানেই। এফডব্লুএর পুরস্কারটি জেতার পথে ভোটের একটি রেকর্ডও গড়েছেন হলান্ড।

প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া গোলের পর হলান্ড
ছবি : রয়টার্স

পুরস্কার জিততে ৮২ শতাংশ ভোট পেয়েছেন হলান্ড। প্রিমিয়ার লিগ যুগে এত বেশি শতাংশ ভোট পেয়ে পুরস্কারটি এর আগে কেউ জেতেনি।এফডব্লুএ এক বিবৃতিতে বলেছেন, ‘ইংল্যান্ডে অভিষেক মৌসুমটা দুর্দান্ত কাটানো হলান্ড পুরস্কারটি বড় ব্যবধানে এগিয়ে থেকে জিতেছে। আমাদের ৮০০ বা এর মতো সদস্যদের ভোটে কিছু সময়ের জন্য তার সঙ্গে বুকায়ো সাকার তুমুল লড়াই হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জিতেছে সে।’

আরও পড়ুন