শিগগিরই আবার সান্তোসে ফেরার বার্তা দিলেন নেইমার

পিএসজি তারকা নেইমারছবি: টুইটার

চ্যাম্পিয়নস লিগ অভিযান তো সেই শেষ ষোলোতেই শেষ। পিএসজি ছিটকে গেছে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকেও। এখন পিএসজির সামনে শুধু লিগ জয়ের সুযোগ। সেখানেও প্যারিসের ক্লাবটিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে মার্শেই ও লাঁসের সঙ্গে। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্শেই। তৃতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৬৩।

এই অবস্থায় লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা যখন ব্যস্ত লিগ জিতে পিএসজির মৌসুম বাঁচাতে, নেইমার আছেন ব্রাজিলে। চোটের কারণে যে পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা। পিএসজির হয়ে খেলতে পারছেন না। কিন্তু ব্রাজিলে তাঁর প্রিয় ক্লাবের খেলা দেখতে যেতে কোনো সমস্যা নেই!

আরও পড়ুন

নেইমার গতকাল নিজের সাবেক ক্লাবের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন। কিন্তু কোপা সুদামেরিকানার গ্রুপ পর্বের ম্যাচটিতে নেইমারের সাবেক ক্লাব তাঁকে জয় উপহার দিতে পারেনি। অদাস ইতালিয়ানো ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সান্তোস।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নেইমার। সেখানে তাঁকে সাবেক ক্লাবে ফেরা নিয়েও প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে নেইমার যা বলেছেন, সান্তোসের সমর্থকেরা খুশি হতেই পারেন।

সান্তোসের খেলা দেখতে এসে কেমন লাগছে প্রশ্নের উত্তরে নেইমার বলেছেন, ‘আমার ঘরে ফিরে আসতে পারাটা দারুণ ব্যাপার। এটা আমার বাড়ির মতোই লাগে। ১০ বছর পর আবার এখানে ফিরতে পেরে ভালোই লাগছে। ’

নেইমার এরপর সান্তোসের ড্র করা নিয়ে বলেন, ‘আমি চেয়েছিলাম জয়।দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি ড্র হয়েছে। আমি এখানে সান্তোসকে সমর্থন করতে এসেছি। সমর্থকদের ভালোবাসা পেতে এসেছি। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। এই ক্লাবই আমার ও আমার পরিবারের দরজা খুলে দিয়েছে। এই ক্লাবই আমাকে বিশ্বের কাছে উপস্থাপন করেছে।’

আরও পড়ুন

আসল কথাটা নেইমার বলেছেন সবার শেষে, ‘একদিন আমি এখানে ফিরব। আমি শিগগিরই ফিরব।’ ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সান্তোসের যুব দলে খেলেছেন নেইমার। ২০০৯ সালে তাঁর অভিষেক হয় সান্তোসের মূল দলে।

পেলের সাবেক ক্লাবে নেইমার খেলেছেন ২০১৩ সাল পর্যন্ত। চার মৌসুমে ক্লাবটির হয়ে জিতেছেন একটি কোপা লিবের্তাদোরেস, কোপা দো ব্রাসিল ও রিকোপা সুদামেরিকানা। এ ছাড়া তিনটি শিরোপা জিতেছেন নেইমার।

আরও পড়ুন

২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সায় নাম লেখান নেইমার। সেখান থেকে ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে নাম লিখিয়েছেন পিএসজিতে।