বার্সা ছাড়া নিয়ে ‘অনুশোচনা’ নেই জাভির

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজএএফপি

হেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে লা লিগা পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে এসেছে বার্সালোনা। কোচ জাভি হার্নান্দেজের বিদায় ঘোষণার পর সম্ভাব্য ১৫ পয়েন্টের মধ্যে ১৩ পয়েন্টই পেয়েছে বার্সা। হেতাফের বিপক্ষে বার্সা যখন জয়ের পথে তখন জাভির নাম ধরে স্লোগানও দিয়েছে সমর্থকেরা।

ম্যাচ শেষে জাভির কাছে জানতে চাওয়া হয়, ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা আছে কি না? জাভি অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষেই যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর বিদায় ঘোষণার পর থেকে ক্লাব সামনে এগিয়ে যেতে শুরু করেছে।

আরও পড়ুন

গত মৌসুমে লা লিগা শিরোপা জেতা জাভির চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছিল না। ব্যর্থতার দায়ে জানুয়ারির শেষ দিকে মৌসুম শেষে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান জাভি। তাঁর এ সিদ্ধান্ত মেনে নিয়েছে বার্সা কর্তৃপক্ষও।

হেতাফে ম্যাচের পর ক্লাব ছাড়ার জন্য অনুতাপ আছে কি না, জানতে চাইলে জাভি বলেছেন, ‘না, বরং এর বিপরীত। এই সিদ্ধান্ত খুবই সঠিক। কারণ, আমি এই সিদ্ধান্ত নেওয়ার পর দল সামনে এগিয়ে গেছে। খেলোয়াড়েরাও নিজেদের মান দেখিয়েছে (হেতাফের বিপক্ষে)।’

হেতাফেকে সহজেই হারিয়েছে বার্সেলোনা
এএফপি

ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জাভি আরও বলেছেন, ‘আমি ভক্তদের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমার নাম ধরে স্লোগান দিয়েছেন। তবে আমি জানি যে আমার সিদ্ধান্ত ক্লাবের জন্য সঠিক। সমর্থকেরা সব সময় আন্তরিকভাবে আমার পাশে আছেন, তাদের ধন্যবাদ।’

আগাম বিদায়ের ঘোষণা দিলেও জাভি অবশ্য শিরোপা লড়াইয়ে হাল ছাড়তে নারাজ, ‘আমরা হাল ছাড়ব না। আমরা জানি প্রতি সপ্তাহান্তে আমাদের জিততে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। শিরোপার জন্য লড়াইয়ের সুযোগ রয়েছে। আমরা ভালো ছন্দে আছি। যতক্ষণ পর্যন্ত গাণিতিকভাবে সুযোগ রয়েছে, আমরা জিরোনা এবং মাদ্রিদের ওপর চাপ তৈরি করে যাব। আমাদের নিজেদের কাজে মনোযোগ রাখতে হবে। যেটা হচ্ছে আজকের মতো জয়লাভ করা।’

আরও পড়ুন

পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসা জাভির দল রিয়াল ও জিরোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। ২৬ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৭। নিজেদের পরের ম্যাচে রায়ে ভায়েকানোর বিপক্ষে খেলবে তিনে থাকা জিরোনা, দলটির পয়েন্ট ২৫ ম্যাচে ৫৬।

ভায়েকানোর বিপক্ষে জিতলে বার্সাকে টপকে আবার দুইয়ে উঠে আসবে জিরোনা। অন্য দিকে শীর্ষে থাকা রিয়াল আজ রাতে খেলবে সেভিয়ার বিপক্ষে। এই ম্যাচে জিতলে বার্সার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাবে কার্লো আনচেলত্তির দল। বর্তমানে ২৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬২।