পেনাল্টি ঠেকানো নিয়ে দি মারিয়াদের আগেই আশ্বস্ত করেছিলেন মার্তিনেজ

ফাইনালে পেনাল্টি ঠেকানোর কথা আগেই বলেছিলেন এমিলিয়ানো মার্তিনেজছবি: রয়টার্স

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এক মাস পেরিয়ে গেছে। তবে ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দটা এখনো চলছে। যাঁদের হাত ধরে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, তাঁরা সে মুহূর্তটার কথা স্মরণ করে স্বাভাবিকভাবেই এখনো রোমাঞ্চ অনুভব করছেন। বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরছেন সে সময়ের গল্পগুলো।

তেমনই এক সাক্ষাৎকারে ফাইনালে পেনাল্টি শুটআউটের সময়কার অজানা কিছু গল্প সবাইকে শুনিয়েছেন আনহেল দি মারিয়া। বিশ্বকাপ ফাইনালে গোল করা দি মারিয়া বলেছেন, পেনাল্টি শুটআউটে শট ঠেকানোর ঘোষণাটা আগেই দিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে পেনাল্টি শুটআউটে মার্তিনেজের শট ঠেকানোর সময় মুখ ঢেকে রাখার কথাও জানান দি মারিয়া।

আরও পড়ুন

সেদিন পেনাল্টি শুটআউটের আগে মার্তিনেজ কী বলেছিলেন? দি মারিয়ার কথা, ‘দিবুর কারণে আমরা পেনাল্টি নেওয়ার সময় শান্ত ছিলাম। সে আমাদের বলেছিল, শান্ত থাকো, আমি এক বা দুটি পেনাল্টি সেভ করব। সে সেটা করে দেখিয়েছিল। এটা আপনাকে মানসিকভাবে শান্তির। বিশেষ করে যারা পেনাল্টি নিতে গিয়েছিল তাদের জন্য। আমরা জানতাম যে আমাদের শুধু বল জালে জড়াতে হবে। বাকি কাজটা সে করবে।’

বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখছেন আনহেল দি মারিয়া
ছবি: টুইটার

ফাইনালে আর্জেন্টিনা যখন ২-০ গোলে এগিয়ে, তখন উঠিয়ে নেওয়া হয় দি মারিয়াকে। এরপর কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্স যখন ঘুরে দাঁড়ায়, ডাগআউটে বসে থাকা দি মারিয়ার হতাশা ছিল স্পষ্ট। পেনাল্টির সময়ও বেশ স্নায়ুচাপে ভুগছিলেন, ‘আমি দিবুর পেনাল্টি সেভের দৃশ্যটা দেখিনি। আমি নিজের মাথা ঢেকে নিয়েছিলাম। ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় মানসিকভাবে শান্তিতে থাকার পর যা ঘটেছিল, তা আমরা আশা করিনি।’

আরও পড়ুন

লম্বা সময় আন্তর্জাতিক শিরোপার জন্য হাহাকার করেছে আর্জেন্টাইনরা। ২৮ বছর কোনো শিরোপা ছিল না তাদের। আর বিশ্বকাপ জেতার অপেক্ষা ছিল ৩৬ বছরের। এই লম্বা পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ জেতাটা দারুণ ব্যাপার ছিল উল্লেখ করে দি মারিয়া বলেছেন, ‘অনেক বেশি ভোগার পর সবকিছু অর্জনের বিষয়টা সুন্দর। আমরা ক্যারিয়ার শেষ করব, আমরা যা জিততে চেয়েছিলাম তা জিতে। এটা একজন ফুটবলারের ক্যারিয়ারে ঘটা সবচেয়ে সুন্দর ব্যাপার।’

মেসি–মারিয়াদের বিশ্বকাপ উদ্‌যাপন
ছবি: এএফপি

এর আগে ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। চিলিতে ও যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা জেতা হয়নি দলটির। সে সময়ের সতীর্থদের কথা স্মরণ করে দি মারিয়া বলেছেন, ‘আমরা যারা ২০১৪ সালে ছিলাম, ফাইনালে জেতাটা তাদের প্রাপ্য ছিল। পাশাপাশি যারা চিলিতে ও যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকার দলে ছিল, তাদেরও এটা প্রাপ্য। তখন আমরা অনেক বেশি সমালোচিত হয়েছিলাম। ব্যাপারটা এমন ছিল যে আমরা নিজেরা যেন জিততে চাইনি।’