আনন্দ, রোমাঞ্চ, গর্ব

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার পর স্বপ্নের মতো এক রাত কাটিয়ে কালও যেন সেই ঘোরলাগা অনুভূতির মধ্যেই সাঁতার কাটলেন সবাই। চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের মেয়েরা কাঠমান্ডুতে তার মধ্যেই জানিয়েছেন তাঁদের সেরা হওয়ার অনুভূতির কথা। সেসব শুনেছেন বদিউজ্জামান

সাবিনা খাতুন
ফাইল ছবি

সাবিনা খাতুন

অধিনায়ক

দেশের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে, এর চেয়ে বড় আনন্দ আর নেই। দেশের সব মানুষ আমাদের দিকে তাকিয়ে ছিল, এতগুলো মানুষের দোয়া তো বিফলে যেতে পারে না। দলের প্রত্যেক মেয়ে তার সর্বস্ব উজাড় করে দিয়েছে। আমাদের লক্ষ্যই ছিল চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্য পূরণ করে বাংলাদেশ এখন সাফের সেরা দল। ভালো খেলেই আমাদের এই অর্জন। দেশের মানুষকে ধন্যবাদ তারা আমাদের সমর্থন দিয়ে গেছে।

গোলাম রব্বানী
ফাইল ছবি

গোলাম রব্বানী

কোচ

কাল (পরশু) ছিল আমার বিবাহবার্ষিকী। মেয়েরা যে আমাকে বিশেষ দিনে এত বড় উপহার দেবে, বুঝতে পারিনি। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল ভালো ফুটবল উপহার দেবে। আমাদের লক্ষ্য ছিল ২০২৪ সালে সাফ জেতা। কিন্তু এর দুই বছর আগেই সোনার মেয়েরা আমাকে একটা ট্রফি উপহার দিয়েছে। আমার কোচিং ক্যারিয়ারের সেরা অর্জন এটা। আমরা দক্ষিণ এশিয়ার সেরা দল। মেয়েরা দেশের মানুষকে সেরা উপহার দিয়েছে।

শিউলি আজিম
ফাইল ছবি

শিউলি আজিম

ডিফেন্ডার

বেশি ভালো লাগছে কারণ, নেপাল থেকেই আমাদের নতুন যুগের শুরু। ২০১৫ সালে নেপালেই অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার সিনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে স্বপ্ন সত্যি হলো।

শামসুন্নাহার সিনিয়র
ফাইল ছবি

শামসুন্নাহার সিনিয়র

ডিফেন্ডার

১৬ কোটি মানুষের জন্য ট্রফি নিয়ে দেশে যেতে পারছি, এটাই বড় কথা। আমরা পরিশ্রমের ফল পেয়েছি। বিশ্বাস ছিল পারব। শেষ বাঁশি বাজার পর মনে হলো, সত্যিই পেরেছি।

আঁখি খাতুন
ফাইল ছবি

আঁখি খাতুন

ডিফেন্ডার

ট্রফিটা হাতে তোলার অনুভূতিই অন্য রকম। হোটেলে ফিরে মা–বাবার ফোন পেয়েছি। গ্রামের সবাই একসঙ্গে খেলা দেখেছে। ওদের মিষ্টি খাওয়া, বাজি ফোটানোর ভিডিও দেখে আনন্দ লেগেছে।

মাসুরা পারভীন
ফাইল ছবি

মাসুরা পারভীন

ডিফেন্ডার

পুরো বাংলাদেশ আমাদের নিয়ে মেতে আছে। ফেসবুকজুড়ে আমরা। ১৬ কোটি মানুষের মধ্যে আমাদের ২৩ জনকে নিয়ে আলোচনা হচ্ছে। এই আনন্দ বলে বোঝানো যাবে না।

মণিকা চাকমা
ফাইল ছবি

মণিকা চাকমা

মিডফিল্ডার

সবার মনোভাব ছিল, যেভাবেই হোক জিততে হবে। গ্যালারিভর্তি দর্শকের সামনে জিতে আমরা প্রমাণ করেছি যে আমরা বড় হয়েছি। তবে শেষ মুহূর্ত পর্যন্তও বিশ্বাস হচ্ছিল না আমরা চ্যাম্পিয়ন হয়েছি।

সানজিদা আক্তার
ফাইল ছবি

সানজিদা আক্তার

মিডফিল্ডার

ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এবার ছাদখোলা বাসে চড়ে বাফুফেতে যেতে চাই। ইউরোপিয়ান লিগে দেখেছি, চ্যাম্পিয়নরা কীভাবে বাসে আনন্দ করে। আমাদেরও ইচ্ছা করে সেভাবে যেতে।

মারিয়া মান্দা
ফাইল ছবি

মারিয়া মান্দা

মিডফিল্ডার

আনন্দে রাতে ঘুম হয়নি। এত বড় অর্জন এসেছে নিজেদের আত্মবিশ্বাসের কারণে। এত দিনের পরিশ্রমের ফল পেয়েছি। দেশের মানুষ আমাদের এত ভালোবাসে, সেটার আবার প্রমাণ পেয়েছি।

কৃষ্ণা রানী সরকার
ফাইল ছবি

কৃষ্ণা রানী সরকার

স্ট্রাইকার

এত বড় অর্জনের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে। কাল (আজ) দেখা হবে ঢাকায়। আমরা ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করব।

সিরাত জাহান
ফাইল ছবি

সিরাত জাহান

স্ট্রাইকার

ফাইনালে পুরো সময় খেলতে পারিনি। আমার ব্যথাটা কমেনি এখনো। কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেওয়ার পর মনে হলো, ব্যথা নেই শরীরে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

তহুরা খাতুন
ফাইল ছবি

তহুরা খাতুন

স্ট্রাইকার

হোটেলে ফিরে মনে হচ্ছিল, আসলেই কি আমরা চ্যাম্পিয়ন হয়েছি? নেপালে বয়সভিত্তিক টুর্নামেন্ট দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার শুরু আমাদের। সেই নেপালেই এবার সিনিয়রদের মধ্যে সেরা হয়েছি। এই অনুভূতি অসাধারণ।

নীলুফার ইয়াসমিন
ফাইল ছবি

নীলুফার ইয়াসমিন

ডিফেন্ডার

আমার কেন যেন এখনো বিশ্বাস হচ্ছে না! মনে হচ্ছে, কাল আবার ফাইনাল খেলব। ক্লান্তি নেই। ভেতরে রোমাঞ্চ কাজ করছে। কিন্তু সত্যি এখন আমরা দক্ষিণ এশিয়ার সেরা দল।

ঋতুপর্ণা চাকমা
ফাইল ছবি

ঋতুপর্ণা চাকমা

মিডফিল্ডার

এই ট্রফি আমাদের নয়, এটা ১৬ কোটি মানুষের ট্রফি। ১৬ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি, আমাদের স্বপ্ন সত্যি করতে পেরেছি। ইতিহাসের পাতায় নাম লিখে ভালো লাগছে।

শামসুন্নাহার জুনিয়র
ফাইল ছবি

শামসুন্নাহার জুনিয়র

স্ট্রাইকার

বাংলাদেশের মানুষ অনেক দিন পর ফুটবল দেখে আনন্দ পেয়েছে। দেশের মানুষেরা আস্থা রেখেছিল আমাদের ওপর, সেই আস্থার প্রতিদান দিতে পেরে ভালো লাগছে।

রুপনা চাকমা
ফাইল ছবি

রুপনা চাকমা

গোলরক্ষক

আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলাম, এবার ভালো কিছু করব। তবে সেটা যে এত ভালো হবে, কল্পনা করিনি। জাতীয় দলে প্রথমবার সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছি, আমার আনন্দটা তাই একটু বেশি।