দুই বন্ধু গার্দিওলা–এনরিকের আবার সুযোগ

খেলোয়াড়ি জীবনে বন্ধুপ্রতিম সতীর্থ ছিলেন তাঁরা। কোচ হওয়ার পরও সম্পর্কটা আগের মতোই আছে গার্দিওলা–এনরিকেরএএফপি

শীর্ষ দুই ঘরোয়া প্রতিযোগিতা এবং মহাদেশীয় সর্বোচ্চ আসর—ক্লাব ফুটবলে এই তিন ট্রফি মিলে হয় ‘ট্রেবল’। ইউরোপীয় ফুটবলে কোনো ক্লাব একই মৌসুমে ঘরোয়া শীর্ষ লিগ, কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতলে বলা হয় তারা ট্রেবলজয়ী। কীর্তিটা কিছুটা বিরল। ইউরোপে এখন পর্যন্ত ট্রেবল জয়ের স্বাদ পেয়েছে ৬ দেশের মাত্র ৮টি ক্লাব, কোচ হিসেবে এই কীর্তি গড়েছেন ৯ জন।

ইউরোপের বড় ক্লাবগুলো মৌসুম শুরু করে অভিজাত এই কীর্তি গড়ার স্বপ্ন নিয়েই। তবে মৌসুম শেষ হওয়ার আগেই অনেক ক্লাবের সেই স্বপ্নও শেষ হয়ে যায়। চলতি ২০২৩-২৪ মৌসুমেও যেমন এখন পর্যন্ত ট্রেবল জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে শুধু দুটি দল—ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ফ্রান্সের পিএসজি।

সিটি গত মৌসুমেই ট্রেবল জিতে সব প্রাপ্তির উৎসব করেছে, পিএসজির কখনো সেই অভিজ্ঞতা হয়নি। এবার আরাধ্য তিনটি ট্রফিই জিততে পারলে পিএসজি হবে ইউরোপে ট্রেবলজয়ী নবম ক্লাব, তবে কোচের সংখ্যা বাড়বে না, নয়-নয়ই থাকবে।

কীভাবে? সিটি ও পিএসজি কোচের নাম মনে করে দেখুন না। সিটির পেপ গার্দিওলা ও পিএসজির লুইস এনরিকের মধ্যে কত কত মিল! খেলোয়াড়ি জীবনে বার্সেলোনায় দুজন ছিলেন বন্ধুপ্রতিম সতীর্থ। জাতীয়তায় দুজনই স্প্যানিশ, বয়সও দুজনেরই ৫৪ চলছে। কোচ হিসেবেও দুজনের অভিজ্ঞতা আছে বার্সেলোনার হয়ে একবার করে ট্রেবল জেতার। গার্দিওলা জিতেছেন ২০০৮-০৯ আর এনরিকে ২০১৪-১৫ মৌসুমে। তবে সর্বশেষ গত মৌসুমে সিটিকে ট্রেবল জিতিয়ে গার্দিওলা হয়ে গেছেন দুটি ভিন্ন ক্লাবের হয়ে এই কীর্তি গড়া একমাত্র কোচ। এবার গার্দিওলার সেই কীর্তিতে ভাগ বসাতে পারেন এনরিকেও।

যেহেতু চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দিয়েই মৌসুম শেষ হয়, তাই ট্রেবল জয়ের সম্ভাবনা দেখতে হলে সবার আগে এই প্রতিযোগিতায় দলগুলোর অবস্থান দেখতে হয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি, পিএসজি, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। এই ৮ দলের মধ্যে ৬টি দল এরই মধ্যে নিজেদের ঘরোয়া কাপ থেকে বিদায় নিয়েছে। ট্রেবল জয়ের সম্ভাবনাও সেখানেই শেষ হয়ে গেছে। লড়াইয়ে টিকে আছে শুধু সিটি আর পিএসজি। দল দুটি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি নিজেদের ঘরোয়া কাপের (এফএ কাপ ও ফরাসি কাপ) সেমিফাইনালেও উঠেছে।

গ্রাফিক্‌স: প্রথম আলো

এ ছাড়া গার্দিওলার সিটি খুব ভালোভাবে টিকে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়েও। লিগে পয়েন্ট তালিকায় সিটির অবস্থান তিনে হলেও শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্টের। আর ফরাসি লিগ আঁ-র ট্রফিতে পিএসজি এরই মধ্যে এক হাত দিয়ে রেখেছে বলাই যায়। দুইয়ে থাকা ব্রেস্তের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে পিএসজি, লিগে বাকি ৮টি করে ম্যাচ।

তবে এবারের মৌসুমে গার্দিওলার চেয়ে এনরিকেই বোধ হয় ট্রেবল জিততে বেশি মরিয়া। সেটা দুজনের কথাতেই ফুটে উঠেছে। এ মৌসুমেও সিটির ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে গার্দিওলাকে এরই মধ্যে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়েছিল। দুবার এই কীর্তি গড়লেও গার্দিওলা গত আগস্টে বলেছিলেন, ‘গত মৌসুমে আমরা যা করেছি, তা আর সম্ভব নয়। এটা (ট্রেবল জয়) জীবনে একবারই হয়।’ গত ফেব্রুয়ারিতে একই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘৯৯.৯৯ শতাংশ সম্ভাবনা আছে যে আমরা এবার ট্রেবল জিতব না। কারণ, কেউ কখনোই এটি (টানা দুই মৌসুম ট্রেবল জয়) করে দেখাতে পারেনি।’

তবে এনরিকের লক্ষ্য আগেভাগেই লিগ আঁ শিরোপার অঙ্ক মিলিয়ে ফরাসি কাপ ও চ্যাম্পিয়নস লিগে দৃষ্টি ঘোরানো, ‘কত পয়েন্টে এগিয়ে আছি, সেটা নিয়ে ভাবছি না। আমরা চাই যত দ্রুত সম্ভব, (লিগ) চ্যাম্পিয়ন হতে। (এরপর) প্রতিটি ট্রফির জন্যই আমরা লড়াই করতে চাই।’