হংকংয়ে মেসিদের প্রীতি ম্যাচের টিকিট শেষ ১ ঘণ্টায়

ফেব্রুয়ারিতে হংকংয়ে খেলতে যাবে ইন্টার মায়ামিএএফপি

গত মৌসুমের মাঝপথে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। মাঝ মৌসুমে যোগ দিয়েও মায়ামিকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এ ছাড়া অন্য একটি টুর্নামেন্টের ফাইনালেও খেলেছে ফ্লোরিডার ক্লাবটি।

এখন মেসির চোখ ২০২৪ সালে, নতুন বছরে নতুন চ্যালেঞ্জে। মৌসুম শুরুর আগে প্রস্তুতি নিয়েও বেশ মনোযোগী মায়ামি। দলটি গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক সফরেও। মেসিরা প্রীতি ম্যাচ খেলবেন এশিয়ার দেশ হংকংয়ে। ইন্টার মায়ামি কদিন আগে এই সফরের ঘোষণা দিতে গিয়ে জানিয়েছে, তারা চীনের প্রথম স্তরের লিগের নির্বাচিত খেলোয়াড়দের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। হংকং একাদশ নামের দলটির সঙ্গে মেসিরা ম্যাচটি খেলবেন ৪ ফেব্রুয়ারি।

এর মধ্যে নতুন খবর হচ্ছে, মায়ামির হংকং একাদশের বিপক্ষে ম্যাচটির টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে। এমন নয় যে খুব সস্তায় এই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে। এই ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ১১৩ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা) থেকে ৬২৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ হাজার) পর্যন্ত।

ইন্টার মায়ামি হংকংয়ের বিপক্ষে ম্যাচটি খেলবে হংকং ন্যাশনাল স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪০ হাজার। তবে এরই মধ্যে ধারণক্ষমতার সব টিকিট বিক্রি হয়ে গেছে। মেসির কারণেই মূলত এমন বিদ্যুৎ গতিতে বিক্রি হয়েছে ম্যাচের সব টিকিট।

টিকিট নিয়ে দর্শকদের এমন আগ্রহ দেখে আয়োজকদের অন্যতম টটলার এশিয়ার প্রধান নির্বাহী ও চেয়ারম্যান মিশেল লামুনিয়েরে বলেছেন, ‘ভক্তদের কাছ থেকে এমন সাড়া পেয়ে আমরা রোমাঞ্চিত।’ এর আগে মেসি সর্বশেষ হংকং ভ্রমণে এসেছিলেন ২০১৪ সালে। সেবারও একটি প্রীতি ম্যাচ খেলার জন্য এসেছিলেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

আরও পড়ুন

হংকং সফর নিয়ে মায়ামির মালিকদের অন্যতম ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম বলেছেন, ‘ক্যারিয়ারজুড়ে আমি অনেকটা সময় এশিয়ায় কাটিয়েছি। ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো সুন্দর এই শহরে খেলাতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

হংকং ন্যাশনাল স্টেডিয়াম। এ মাঠেই হবে মেসিদের ম্যাচ
পিন্টারেস্ট

হংকংয়ে যাওয়ার আগে মেসিরা প্রাক্‌–মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচ খেলবেন এল সালভাদরের বিপক্ষে। আগামী ১৯ জানুয়ারির সান সালভাদরের এস্তাদিও কাসতালানে মুখোমুখি হবে মায়ামি ও এল সালভাদর। তবে প্রাক্‌–মৌসুমে ইন্টার মায়ামি সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি খেলবে আল নাসরের বিপক্ষে। ১ ফেব্রুয়ারি রিয়াদ সিজন কাপে এই ম্যাচ দিয়ে ফের মুখোমুখি হবেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।