বিনা ফি-তে বার্সেলোনায় চলে যাচ্ছেন সিটির তারকা ডিফেন্ডার

সিটি নারী দলের ডিফেন্ডার লাইয়া আলেইক্সান্দ্রিএক্স

মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সঙ্গে তিন বছরের চুক্তিও শেষ হয়ে যাবে লাইয়া আলেইক্সান্দ্রির। চুক্তি আর নবায়ন করবেন না তিনি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্ত জানিয়েছে, মৌসুম শেষে বিনা ফি-তে ২৪ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার বার্সেলোনায় যোগ দেবেন। বার্সার সঙ্গে নাকি এরই মধ্যে চার বছরের চুক্তিও হয়ে গেছে সিটি নারী দলের এই তারকা ডিফেন্ডারের।

আরও পড়ুন

২০২২ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলেইক্সান্দ্রি। আতলেতিকোতে থাকা পাঁচ বছরে তিনি তিনবার জিতেছেন মেয়েদের লিগ, হয়ে উঠেছিলেন স্পেন নারী ফুটবল দলেরও বড় আস্থা। এরপর ইংল্যান্ডে সিটি নারী দলে যোগ দিয়ে নিজেকে আরও পরিণত করেছেন। তিন বছরের সিটি-অভিযান শেষে আলেইক্সান্দ্রি এবার ফিরে যাচ্ছেন সেই ক্লাবে, যেখানে তাঁর পেশাদার ফুটবলের গল্পটা শুরু হয়েছিল।

২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলেইক্সান্দ্রি।
ইনস্টাগ্রাম

২০১২ সালে বার্সেলোনার যুব একাডেমিতে নাম লেখান আলেইক্সান্দ্রি। দারুণ উন্নতির মাধ্যমে এগিয়েও গিয়েছিলেন বেশ দূর, তবে প্রথম একাদশে জায়গা না পাওয়ার হতাশায় ২০১৭ সালে বার্সেলোনা ছাড়েন। এবার দ্বিতীয় ইনিংসে ফিরছেন অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে।
আলেইক্সান্দ্রি মূলত সেন্টার ব্যাক, তবে ফুল ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন সমান দক্ষতায়। রক্ষণভাগের বৈচিত্র্য বাড়াতেই তাঁকে দলে টানছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন
বার্সার সঙ্গে চার বছরের চুক্তি হয়ে গেছে আলেইক্সান্দ্রির

আরও একটি দারুণ দিক আছে আলেইক্সান্দ্রির এই প্রত্যাবর্তনের। বার্সার স্কোয়াডে অনেক খেলোয়াড়ের সঙ্গেই লাইয়ার সম্পর্ক বহুদিনের—স্পেন জাতীয় দলে নিয়মিত একসঙ্গে খেলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে জিতেছেন ২০২৩-২৪ উইমেন্স নেশনস লিগ। ফলে ড্রেসিং রুমে মানিয়ে নেওয়াও তাঁর জন্য বেশ সহজই বলে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন