চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে ১১ টন নকল জার্সির চালান জব্দ

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে জার্সি নিয়ে কাড়াকাড়ি পড়াই স্বাভাবিকরিয়াল মাদ্রিদ ওয়েবসাইট

আজ রাতে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, যেখানে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে স্পেনের রিয়াল মাদ্রিদ। দুই সপ্তাহ পর জার্মানিতে শুরু হবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসর ইউরো, যেখানে স্পেনও খেলবে।

সাধারণত এ ধরনের সময়েই দর্শক–সমর্থকদের মধ্যে ক্লাব ও জাতীয় দলের জার্সির কেনার হিড়িক পড়ে। আর বাড়তি এ চাহিদা কাজে লাগাতে বাজারে বাড়ে আসল ও নকল পণ্যের ভিড়। স্পেনের পুলিশ জানিয়েছে, ইউরো এবং চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সামনে রেখে দেশটিতে বিপুলসংখ্যক নকল জার্সি ঢুকেছে। ১১ টন ওজনের এসব নকল জার্সির চালান পুলিশ জব্দ করেছে।

আরও পড়ুন

পুলিশের বিবৃতিতে বলা হয়, ১৫টি ভারী লরি থেকে বিশাল পরিমাণ এই নকল জার্সির চালান জব্দ করা হয়। এর পাশাপাশি আরও কিছু নকল পণ্য জব্দ করা হয়। নকল ইলেকট্রনিকস এবং চামড়াজাত পণ্যের পাশাপাশি এবং দামি ঘড়ির আদলে বানানো নকল ঘড়িও জব্দ করা হয়। এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ইউরোর বেশি।

চীন থেকে পাঠানো স্পেনের বিভিন্ন ফুটবল ক্লাবের নকল জার্সি জব্দের পর গত এপ্রিলে এ নিয়ে তদন্তে নামে স্পেনের পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, চ্যাম্পিয়নস লিগ ফাইনাল এবং ইউরো সামনে রেখে স্পেনে নকল জার্সির অনেক বড় চালান আসবে। এরপরই পুলিশ ২০ এজেন্টকে সঙ্গে নিয়ে স্টিং অপারেশন শুরু করে।

অভিযানে স্পেনসহ ইউরোপের অন্যান্য দেশের ক্লাবের মোট ৩৬ হাজার ৫০০ নকল জার্সি জব্দ করে পুলিশ। জার্সিগুলোর পেছনে তারকা ফুটবলারদের নাম ও নম্বর লেখা। স্পেনের বিভিন্ন ফুটবলারের পাশাপাশি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের নকল জার্সিও আছে জব্দ করা এই চালানে।

আরও পড়ুন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চালানের এই নকল জার্সিগুলো স্পেনের বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়ার পরিকল্পনা ছিল, যারা সে সব রাস্তায় এবং অনলাইনে বিক্রির পরিকল্পনা করেছিলেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘এই জাল পণ্যগুলো স্পেনের বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়ার কথা ছিল। রাস্তায় বসানো দোকান, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওয়েবসাইটে এগুলো বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।’