কুমিল্লা থেকে চূড়ান্ত পর্বে সিসিএন বিশ্ববিদ্যালয়

দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ গোল দিয়েছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কুমিল্লা অঞ্চল থেকে চূড়ান্ত পর্বে উঠেছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ রোববার কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই ম্যাচে ১৭ গোল করেছে সিসিএন বিশ্ববিদ্যালয়, গোল খায়নি একটিও। টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব হবে ঢাকায়।

দিনের প্রথম ম্যাচে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২-০ গোলে হারায় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়কে। প্রথমার্ধেই ৭ গোল করে এগিয়ে যায় সিসিএন, দ্বিতীয়ার্ধে করে আরও ৫ গোল। সিসিএনের মো. শাকিল একাই ৫ গোল করে হন ম্যাচসেরা খেলোয়াড়। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় প্রণব কুমার দে ভানু। এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক আসলাম হোসেন চৌধুরী।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাতের সঙ্গে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা
প্রথম আলো

বিকালে কুমিল্লা অঞ্চলের দ্বিতীয় পর্বের ম্যাচে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৫-০ গোলে হারায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৫টি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। জয়ী দলের সাজ্জাদ হোসেন হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত প্রধান অতিথি হিসেবে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন।

কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনে আমন্ত্রিত অতিথিরা
ছবি: প্রথম আলো

আরফানুল হক রিফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ফুটবল খেলা আরও বেশি হওয়া দরকার। তরুণ প্রজন্ম খেলাধুলায় মনোনিবেশ করলে মন ভালো থাকবে। তারাই আগামী দিনে ফুটবলে সুনাম বয়ে আনবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন ও ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ আশিকুর রহমান।

খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি–পর্বে অতিথিরা
ছবি: প্রথম আলো

এর আগে সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুমিল্লা অঞ্চলের খেলার উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ। উদ্বোধনী পর্বের বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ইস্পাহানি ও প্রথম আলোর এই উদ্যোগ ফুটবলকে আরও চাঙা করবে। এই ধরনের আয়োজন নিয়মিত হলে দেশের ফুটবল ঘুরে দাঁড়াবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপক এস এম তাওফিকুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ।

তারেক মাহমুদ বলেন, ‘প্রথম আলো সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক অনেক দায়িত্ব পালন করে। আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল সেরকমই একটি উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’ তিনি সার্বিক সহযোগিতার জন্য কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও মেয়র আরফানুল হক রিফাতকে ধন্যবাদ জানান।

কুমিল্লায় দিনের দুই ম্যাচই জিতেছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ছবি: প্রথম আলো

এ আয়োজনে চিকিৎসক, চিকিৎসা সহকারী, অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেছে কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার একদল সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কর্মকর্তারা। মিডিয়া সহযোগী ছিল এটিএন বাংলা।

গত শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম অঞ্চলের খেলার মধ্য দিয়ে শুরু হয় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকার ৩২টি বিশ্ববিদ্যালয়।