নাজমুলের কাছে ফুটবলের জন্য ৪টি আলাদা স্টেডিয়াম চেয়েছে বাফুফে

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করে বাফুফের প্রতিনিধিদলফেসবুক/যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

অনেক দিন ধরেই ঘরোয়া ফুটবল ধুঁকছে মাঠ সমস্যায়। প্রিমিয়ার লিগসহ ঘরোয়া ফুটবল এমনকি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম পাওয়া যাচ্ছে না। সেখানে সংস্কারকাজ চলছে আড়াই বছর ধরে। ঘরোয়া ফুটবলে ম্যাচ হচ্ছে গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ ও রাজশাহীতে। বাংলাদেশ জাতীয় দলকে খেলতে হয়েছে বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায়। মেয়েদের ম্যাচ কমলাপুরে হলেও সে মাঠের টার্ফের অবস্থাও ভালো নয়।

আজ সচিবালয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের সঙ্গে বাফুফে প্রতিনিধিদলের দীর্ঘ বৈঠকে সেই মাঠ সমস্যাই উঠে এসেছে বারবার। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন অসুস্থতার কারণে এ বৈঠকে যোগ দিতে পারেননি, তবে প্রতিনিধিদলে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর সঙ্গে ছিলেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ ও নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার।

বৈঠক শেষে সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, ‘এই প্রথম মাননীয় মন্ত্রীর সঙ্গে বসলাম আমরা। আমরা অত্যন্ত খুশি। তিনি ক্রীড়া পরিবারেরই মানুষ। আমাদের সমস্যার কথা শুনেছেন। আমরা তাঁকে মাঠের সমস্যার কথা বলেছি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চার বছর ধরে সংস্কারকাজ চলছে (আসলে আড়াই বছর। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু হয় ২০২১ সালের আগস্টে), আমরা লিগ, টুর্নামেন্টসহ আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করতে পারছি না। এর সংস্কারকাজ শেষ হবে এ বছরের শেষে। মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই স্টেডিয়ামের কাজ শেষ হবে।’

যুব ও ক্রীড়ামন্ত্রীর কাছে নিজেদের চাওয়া তুলে ধরেন বাফুফের প্রতিনিধিরা
ফেসবুক/যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মন্ত্রীর কাছে ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম চেয়েছে বাফুফে। এ বিষয়ে সালাম মুর্শেদী বলেন, ‘আমরা আলাদা স্টেডিয়াম চেয়েছি অন্তত চারটি। মন্ত্রী মহোদয় দেবেন বলে আশ্বাস দিয়েছেন, তিনি এই স্টেডিয়ামগুলোকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করে দেওয়ার কথা বলেছেন, তবে তিনি এগুলোর রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়েছেন। আমরা বলেছি, বাফুফেকে স্টেডিয়ামগুলো দিলে, আমরা রক্ষণাবেক্ষণ করব।’

আরও পড়ুন

নাজমুল হাসান দীর্ঘ সময় নিয়ে শুনেছেন বাফুফে প্রতিনিধিদলের কথা। সভা শেষে তিনি বলেছেন, ‘ফুটবলের সঙ্গে মূলত কয়েকটি বিষয় নিয়ে আলাপ হয়েছে। অবকাঠামো উন্নয়ন, বাজেট, মেয়েদের ফুটবল। বাফুফে কমলাপুর স্টেডিয়ামের সংস্কার ও এর মান উন্নয়নের কথাও বলেছে।’