বাবার সিআরসেভেন বুটের সঙ্গে এমবাপ্পেরও বুট পরে অনুশীলনে রোনালদোর ছেলে

পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলের অনুশীলনে রোনালদো জুনিয়রছবি: রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের সামনে পাঁচটি দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল। তবে ১৪ বছর বয়সী রোনালদো জুনিয়র পিতৃভূমি পর্তুগালকেই বেছে নিয়েছেন। সম্প্রতি তাঁকে প্রথমবারের মতো ডাকা হয়েছে পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলে।

সব ঠিক থাকলে ক্রোয়েশিয়ায় আজ শুরু হতে যাওয়া ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্টে জাপান অনূর্ধ্ব–১৫ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে রোনালদো জুনিয়রের। তবে পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো খেলতে নামার আগেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ক্রিস্টিয়ানো জুনিয়র।

সংবাদ সম্মেলনে রোনালদো জুনিয়র কথা বলেছেন একদম সাবলীলভাবে। অনুশীলন করেছেন বাবার সিআরসেভেন ব্র্যান্ডের মার্কুরিয়াল (তেজস্বী) বুট ও কিলিয়ান এমবাপ্পের জন্য নাইকির বানানো বিশেষ বুট পরে, যা সবার নজর কেড়েছে।

পর্তুগালের সিদাদে দো ফুটবল কমপ্লেক্সে গত রোববার অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেন রোনালদো জুনিয়র। বল নিয়ে লম্বা সময় ধরে কারিকুরি করতে দেখা যায় তাঁকে। সেই সময়ই একবার বাবা ক্রিস্টিয়ানো রোনালদো এবং আরেকবার রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের বুট পরেছিলেন।

ক্রোয়েশিয়ায় পৌঁছানোর পর স্থানীয় মাঠে আজ সকালেও সেসব বুট পরে অনুশীলন করেছেন রোনালদো জুনিয়র। পরে অবশ্য পর্তুগাল দলের বর্তমান কিট স্পনসর পিউমার বুট পরে সতীর্থদের সঙ্গে বল দেওয়া–নেওয়া করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে ক্রোয়েশিয়ায় গেছেন দাদি মারিয়া দোলোরেস আভেইরো।

এমবাপ্পে নাইকির সুপারফ্লাই বুট পরে খেলেন, যেগুলো বেগুনি ও সবুজ রঙের। রোনালদোকে তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ সময় মার্কুরিয়াল সিরিজের বুট পরে খেলতে দেখা গেছে।

রোনালদো জুনিয়রের অনুশীলন দেখতে গিয়েছিলেন দাদি মারিয়া দোলোরেস আভেইরো
ছবি: ইএসপিএন এফসি এক্স পেজ

তাঁর ছেলেকে যে বুট জোড়া পরে অনুশীলন করতে দেখা গেছে, সেগুলোর সঙ্গে ২০১৬–১৭ মৌসুমে ব্যবহৃত মডেলের সঙ্গে মিল আছে। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো সেই মৌসুমে ওই বুট জোড়া পরে জুভেন্টাসের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জোড়া গোল করেছিলেন।

আজ থেকে আগামী রোববার পর্যন্ত ক্রোয়েশিয়ায় চলবে ভ্লাতকো মারকোভিচ টুর্নামেন্ট। জাপানের পর গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দল।

আরও পড়ুন

রোনালদো জুনিয়র বর্তমানে বাবার ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে খেলছেন। এ মৌসুমে আছেন দুর্দান্ত ছন্দে। গত ফেব্রুয়ারিতে এক ম্যাচে একাই করেছিলেন ১০ গোল! এর আগে বাবার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস একাডেমি দলে খেলেছেন। জুভেন্টাস একাডেমির হয়ে এক মৌসুমে ৫৮ গোল করার কীর্তিও আছে তাঁর।

আল নাসর বয়সভিত্তিক দলের হয়ে দারুণ পারফর্ম করে পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলে জায়গা করে নিয়েছেন রোনালদো জুনিয়র
ছবি: ইনস্টাগ্রাম

এবার পর্তুগাল অনূর্ধ্ব–১৫ দলের চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন রোনালদো জুনিয়র। যে পথ ধরে একসময় হয়তো তাঁকে পর্তুগাল জাতীয় দলেও দেখা যাবে।