১০৬ বছরের রেকর্ড ভাঙল ব্রাজিলের কিশোর

ব্রাজিল ফুটবলের সম্ভাবনাময়ী স্ট্রাইকার এনদ্রিক ফেলিপেছবি: টুইটার

এখনই ব্রাজিল ছাড়ার সুযোগ নেই তার। বয়স ১৮ পূর্ণ হওয়া পর্যন্ত নিজ দেশেই খেলতে হবে। কিন্তু এরই মধ্যে ইউরোপীয় ক্লাবগুলোর কাড়াকাড়ি শুরু হয়ে গেছে তাকে নিয়ে। দলবদলের বাজারে চাহিদা যখন ঊর্ধ্বমুখী, তখন দারুণ এক কীর্তিও গড়ে ফেলল ব্রাজিলের এই কিশোর।

নাম তার এনদ্রিক ফেলিপে। ১৬ বছর বয়সী এই স্ট্রাইকার খেলে পালমেইরাসে। ব্রাজিলিয়ান ক্লাবটির সবচেয়ে কম বয়সী হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিল জুলাইয়ে। মঙ্গলবার রাতে এই ছেলেই গড়েছে ক্লাব ইতিহাসে নতুন রেকর্ড—সবচেয়ে কম বয়সে গোল!

পালমেইরাসের ফুটবল ইতিহাস বলছে, ১৯১৬ সালে ১৬ বছর ১১ মাস ১৪ দিন বয়সে ক্লাবটির হয়ে গোল করেছিলেন হেইটর। এক শ বছরের বেশি সময় ধরে সেটিই ছিল পালমেইরাসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের ঘটনা।

১০৬ বছর পর গতকাল হেইটরের সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে এনদ্রিক।

ব্রাজিলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ব্রাজিলেইরাওয়ে-তে (সিরি আ নামেও পরিচিত) পালমেইরাসের ম্যাচটি ছিল অ্যাথলেটিকো প্যারানায়েন্সের বিপক্ষে।

ম্যাচে এনদ্রিককে বদলি নামানো হয় ৫৯ মিনিটে। ১০ মিনিট পরই হেডে রেকর্ড গড়া গোলটি করে এনদ্রিক। বল প্রতিপক্ষের জালে যেতেই আর্লিং হলান্ডের মতো করে কানে আঙুল দিয়ে উদ্‌যাপন করতে দেখা যায় এনদ্রিককে।

এদিন তার বয়স ছিল ১৬ বছর ৩ মাস ৭ দিন। ম্যাচে তার দল ৩-১ ব্যবধানে জয় পায়।

পালমেইরাসে অভিষেকের পর এটিই ছিল এনদ্রিকের পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল। ১১ বছর বয়স থেকে প্রায় ৫ বছর পালমেইরার বয়সভিত্তিক দলে ছিল। তখন ১৬৯ ম্যাচে ১৬৫ গোল করে এনদ্রিক। এ বছর সাও পাওলো যুব ফুটবল কাপে অংশ নিয়ে ৭ ম্যাচে করে ৭ গোল। জেতে টুর্নামেন্ট-সেরার পুরস্কারও।

সাও পাওলো যুব কাপের পারফরম্যান্সে ইউরোপীয় ক্লাবগুলোর নজরে আসে এনদ্রিক। তবে এর আগে থেকেই তার খেলার ভিডিও ইউটিউবে প্রকাশ করে আসছিলেন বাবা ডগলাস সুসা।

দীর্ঘদিন বেকার থাকা ডগলাস একসময় পালমেইরাসে পরিচ্ছন্নতাকর্মী হিসেবেও কাজ করেছেন। তবে ছেলের সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে এখন দিন বদলাচ্ছে পুরো পরিবারের।

এনদ্রিকের সামনে এখন হাতছানি ইউরোপের। রিয়াল মাদ্রিদ, পিএসজি, বার্সেলোনাসহ বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাব তার দিকে নজর রাখছে। পিএসজি তো এরই মধ্যে তার জন্য ২০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে।

তবে পালমেইরাস দাম ধরেছে ৩৫-৪০ মিলিয়ন ইউরো। পিএসজি প্রত্যাখ্যাত হওয়ার পর রিয়াল এনদ্রিক ও তার বাবার সঙ্গে যোগাযোগ রেখে এগোচ্ছে। এরই মধ্যে ছেলে ও বাবা বার্নাব্যুতে বসে খেলাও দেখে গেছেন।

২০০৬ সালের ২১ জুলাই জন্ম নেওয়া এনদ্রিক ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত কোনো ইউরোপিয়ান ক্লাবে চুক্তিবদ্ধ হতে পারবে না। তবু শেষ সময়ে কাড়াকাড়ির চেয়ে আগেভাগেই দলবদল চূড়ান্ত করে ফেলতে চায় আগ্রহী ক্লাবগুলো।