কাবরেরার প্রাথমিক দলে এলিটা কিংসলি, ক্যাম্প সৌদি আরবে

হাভিয়ের কাবরেরার প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এলিটা কিংসলিফাইল ছবি

২২ থেকে ২৮ মার্চ সিলেটে হতে যাওয়া তিন জাতি টুর্নামেন্টের জন্য ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ক্যাম্প হবে সৌদি আরবের মদিনায়। ৫ ও ৬ মার্চ দুই ভাগে বাংলাদেশ দল মদিনায় যাবে। ১৭ মার্চ ফিরে আসবে।

প্রাথমিক দলে আছেন বসুন্ধরা কিংস ছেড়ে এ মৌসুমে আবাহনী লিমিটেডে যোগ দেওয়া ফরোয়ার্ড এলিটা কিংসলি। নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হওয়া এলিটাকে এর আগে গত সাফের প্রাথমিক দলে ডাকা হয়েছিল। কিন্তু কাগজপত্র ঠিক না থাকায় তখন চূড়ান্ত দলে রাখা হয়নি। এবার কি রাখা হবে?

জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা
ফাইল ছবি

এলিটাকে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে খেলাতে কোনো বাধা নেই বলে জানিয়েছে বাফুফে। কেউ চ্যালেঞ্জ করলে বাফুফে প্রয়োজনীয় কাজগপত্র নিয়ে পরিস্থিতি সামলাতে পারবে বলেই আশা তাদের।

দলে নতুন ডাক পেয়েছেন তিনজন। ফর্টিস এফসির মিডফিল্ডার মজিবর রহমান জনি, মুক্তিযোদ্ধার গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ ও আবাহনীর লেফট ব্যাক আলমগীর মোল্লা। দলে ফিরেছেন ‘হারিয়ে যেতে বসা’ রবিউল ও আমিনুল ইসলাম সজীব। রবিউল খেলছেন বাংলাদেশ পুলিশে, সজীব মুক্তিযোদ্ধায়। চোট কাটিয়ে ফিরেছেন তপু বর্মণও।

কোচ বলেছেন, লিগের পারফরম্যান্স দেখেই তিনি খেলোয়াড়দের দলে রেখেছেন।

বাংলাদেশের প্রাথমিক দল

আনিসুর রহমান, তারিক কাজী, সাদ উদ্দীন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মণ, মাসুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, শহিদুল আলম সোহেল, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলি, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ইব্রাহিম, মিতুল মারমা, মজিবর রহমান জনি, মেহেদি হাসান শ্রাবণ, আমিনুর রহমান সজীব, ইমন শাহরিয়ার ও রবিউল হাসান।