আতলেতিকোতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনদের মেলা, এবার আসছেন আলমাদা

আতলেতিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদা। তিনিসহ চারজন বিশ্বকাপজয়ী তারকা এখন অবস্থান করছেন ক্লাবটিতে।

আর্জেন্টিনার হয়ে গোলের পর আলমাদার উদ্‌যাপনএএফপি

আতলেতিকো মাদ্রিদ যেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনদের মেলা বসিয়েছে। গত মৌসুমেও বিশ্বকাপজয়ী চার আর্জেন্টাইন খেলেছিলেন দলটিতে। রদ্রিগো দি পল, নাহুয়েল মলিনা, আনহেল কোরেয়ার সঙ্গে যোগ দেন হুলিয়ান আলভারেজও। চলতি দলবদলে আনহেল কোরেয়া আতলেতিকো ছেড়ে যাওয়ার পর সংখ্যাটা নেমে এসেছিল তিনে।

কিন্তু সেটাকে আবারও তিন থেকে চারে নিয়ে গেলেন থিয়াগো আলমাদা। ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো থেকে আলমাদা যোগ দিয়েছেন আতলেতিকোতে। তাঁর যোগ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে আতলেতিকো। এক বিবৃতিতে আতলেতিকো জানিয়েছে,আলমাদার চুক্তির ব্যাপারে বোতাফোগোর সঙ্গে তারা ঐকমতে৵ পৌঁছেছে। মেডিকেল পরীক্ষা–নিরীক্ষা শেষে আলমাদা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন।

২৪ বছর বয়সী আলমাদা ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতলেও দলে সেভাবে থিতু হতে পারেননি। তবে সাম্প্রতিক সময়ে এসে ধীরে ধীরে দলে নিজের জায়গা করে নিতে শুরু করেছেন। এর মধ্যে ক্লাব ফুটবলে তিনি মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডেও খেলেছেন।

আরও পড়ুন

সেখান থেকে ২০২৪ সালে যান ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোতে। এরপর গত জানুয়ারিতে ধারে খেলতে যান ফরাসি ক্লাব লিওঁতে। তাঁর দলবদলের বিস্তারিত তথ্য এখনো জানা না গেলেও ইএসপিএন জানিয়েছে, আলমাদার সম্ভাব্য ট্রান্সফার ফি হতে পারে ১ কোটি ৫০ লাখ ইউরো থেকে ২ কোটি ইউরোর মধ্যে।

লিওনেল মেসির সঙ্গে থিয়াগো আলমাদা
টুইটার

এর আগে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ছেদ করে আতলেতিকো মাদ্রিদ ছেড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরেয়া। তিনি ক্লাব ছেড়ে যাওয়ার পরই মূলত নতুন ফরোয়ার্ডের সন্ধানে নামে আতলেতিকো। শেষ পর্যন্ত বিশ্বকাপজয়ী এক আর্জেন্টাইনের পরিবর্তে বিশ্বকাপজয়ী আরেকট আর্জেন্টাইনকে দলে ভিড়িয়েছে তারা।

আরও পড়ুন

আলমাদাকে নিয়ে আতলেতিকোতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনের সংখ্যা চার হলেও সেটি যেকোনো সময়  তিনে নেমে আসতে পারে। গুঞ্জন আছে রদ্রিগো দি পল আতলেতিকো ছেড়ে ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে জুটি বাঁধতে পারেন।

কে জানে, দি পল ক্লাব ছাড়লে তাঁর বদলে ক্লাবটি আবার কোনো বিশ্বকাপজয়ী ফুটবলারকে তারা দলে টানতে যায় কি না! তবে বিশ্বকাপজয়ী চারজন ছাড়া আরও দুজন আর্জেন্টাইন দলটিতে আছেন। তাঁরা হলেন হুয়ান মুসো এবং জুলিয়ানো সিমিওনে। ওহ, আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনেও কিন্তু এক আর্জেন্টাইন।