ব্রাজিলের সংবাদ সম্মেলনে টেবিলের ওপরে চড়ে বসা বিড়ালটি কি অভিশাপ

ভিনিসিয়ুস জুনিয়রের সংবাদ সম্মেলনে টেবিলে চড়ে বসে একটি বিড়ালছবি: এএফপি

এবার কাতার বিশ্বকাপে একটা বিড়াল ‘অভিশাপ’–এর অন্য নামও হয়ে যেতে পারে।

ঘটনা হচ্ছে, বুধবার ব্রাজিলের সংবাদ সম্মেলনে ঢুকে পড়েছিল একটি বিড়াল। যেনতেন ঢুকে পড়া নয়, ভিনিসিয়ুস জুনিয়র কথা বলার সময় টেবিলের ওপর চড়ে বসে বিড়ালটি। দুই হাত দূরত্বে বসে থাকা বিড়ালের উপস্থিতিতে ভিনিসিয়ুস কিছুটা অস্বস্তিতে পড়ে যান। পাশে বসে থাকা মিডিয়া কর্মকর্তা তখন বিড়ালটিকে হাত দিয়ে ধরে টেবিলের সামনে ফেলে দেন।

মূলত টেবিল থেকে নিচে ফেলে দেওয়ার ভঙ্গিটিই অনেকের পছন্দ হয়নি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বেশির ভাগই সংবাদ সম্মেলনে বিড়ালের বসে থাকার দৃশ্যে মজা পেয়েছেন। কেউ এক ধাপ এগিয়ে ‘অমানবিকভাবে’ বিড়ালকে ‘ছুড়ে ফেলা’র ঘটনায় ব্রাজিলের জন্য অভিশাপও খুঁজে পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ফুটবল ম্যাগাজিন হলারের অফিশিয়াল টুইটার হ্যান্ডলেও যেমন ভিডিওটি টুইট করে লেখা হয়, ‘যদি ব্রাজিল হারে, তাহলে বুঝতে হবে, নিশ্চিত এই বিড়ালটা তাদের অভিশাপ দিয়েছে।’

ফারাহ নামের এক ব্যক্তি লেখেন, ‘ব্রাজিল দলের সদস্যটি যেভাবে বিড়ালটাকে ফেলে দিল, এটাও বিশ্বকাপ ব্রাজিলের না হওয়ার আরেকটা কারণ।’

আরও পড়ুন

অবশ্য কাতার বিশ্বকাপে বিড়াল সব সময়ই মজার উপলক্ষ নয়। অন্তত ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের কাছে কোনোমতেই নয়।

গত সপ্তাহে ফ্রান্স স্ট্রাইকার র‍্যান্ডাল কোলো মুয়ানি জানান, বিড়াল ভয় পান বার্সেলোনা ফরোয়ার্ড, ‘এখানে চারপাশে প্রচুর বিড়াল দেখা যায়। দেম্বেলে দেখলেই ভয় পায়। ওর ভয় পাওয়া দেখলে আমাদের হাসি আসে।’