এমবাপ্পের সঙ্গে সম্পর্ক? নেইমারের কোনো মন্তব্য নেই

এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে নেইমারের কোনো মন্তব্য নেইফাইল ছবি: এএফপি

পিএসজি বা ব্রাজিল জাতীয় দল—নেইমারের দারুণ সময় কাটছে। পিএসজির হয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতেও দুর্দান্ত খেলছেন। কোনো ম্যাচে গোল করছেন, কোনো ম্যাচে আবার গোল না পেলেও সতীর্থদের গোলে রাখছেন অবদান।

কাল রাতেও যেমন ঘানার বিপক্ষে ব্রাজিলের ৩-০ ব্যবধানের জয়ে গোল পাননি নেইমার। তবে সতীর্থদের দুটি গোলে সহায়তা করেছেন পিএসজির ফরোয়ার্ড।

ঘানার বিপক্ষে বল পায়ে নেইমার
ছবি: এএফপি
আরও পড়ুন

জাতীয় দলের জার্সিতে এমন একটি ম্যাচ কাটানোর পর তাঁকে মুখোমুখি হতে হলো অন্য রকম একটি প্রশ্নের। সেটা তাঁর ক্লাব পিএসজি সম্পর্কিত।

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজি যখন নতুন চুক্তি করে, ফুটবল বিশ্বে একটা বিষয় চাউর হয়ে গিয়েছিল। বলাবলি হচ্ছিল, এমবাপ্পেকে পিএসজি অনেক ক্ষমতা দিয়েছেন। কোন খেলোয়াড় পিএসজিতে থাকবেন, কে থাকবেন না, এটা বেছে নেওয়ার বিষয়টিও নাকি ছিল এর মধ্যে।

আরও পড়ুন

এমন গুঞ্জনের মধ্যেই মৌসুমের শুরুর দিকে পিএসজিতে পেনাল্টি নেওয়া নিয়ে নেইমারের সঙ্গে এমবাপ্পের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য। সেই ঘটনার পর তো ফুটবল বিশ্বে বলাবলি হয়, পিএসজিতে নেইমার ও এমবাপ্পের সম্পর্ক ভালো নয়। এ নিয়ে অনেকবারই প্রশ্ন শুনতে হয়েছে এমবাপ্পে ও পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে। দুজনই বিষয়টি উড়িয়ে দিয়েছেন বারবার।

সতীর্থদের দুটি গোলে সহায়তা করেছেন নেইমার
ছবি: এএফপি

এবার একই প্রশ্ন করা হলো নেইমারকেও। ব্রাজিলিয়ান তারকা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আপনার সম্পর্ক কেমন—মিক্সড জোনে সাংবাদিকদের ইংরেজিতে করা এমন এক প্রশ্নের উত্তরে নেইমার বলেছেন, ‘আমি বুঝতে পারছি না।’ প্রশ্নটি তাঁকে বুঝিয়ে দিলে ‘আমি কিছু বলব না...’ বলে হেঁটে চলে যান নেইমার।