বেনজেমা–পগবাদের ফাইনালে দেখতে চান ফরাসি প্রেসিডেন্ট

অনুশীলনে ফিরেই চোটে পড়েন বেনজেমাছবি: এএফপি

কাতার বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেন বেনজেমা—এই আলোচনা গত কয়েক দিনে কম হয়নি। নতুন খবর হলো, বেনজেমার যদি বিশ্বকাপ ফাইনালে না–ও খেলা হয়, তবু মাঠে উপস্থিত থাকতে পারেন ব্যালন ডি’অরজয়ী এই ফরাসি তারকা।

শুধু বেনজেমা নন, মাঠে থাকতে পারেন চোটের কারণে ছিটকে যাওয়া অন্য ফুটবলাররাও। এমনটাই নাকি চান ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফরাসি সংবাদমাধ্যম ‘আরটিএল’ কে এ বিষয় জানিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলি ওদিয়া-কাস্তেরা।

আরও পড়ুন

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলি ওদিয়া-কাস্তেরা বলেন, প্রেসিডেন্ট চান বিশ্বকাপ দলে ডাক পাওয়া সবাই মাঠে থাকুক। এ বিষয়ে কাজ চলছে। দেখা যাক, সম্ভব হয় কি না। আগামী রোববার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

বিশ্বকাপে ফ্রান্সের শুরুর একাদশে থাকতে পারতেন এমন ছয় ফুটবলার চোটের কারণে ছিটকে গেছেন। করিম বেনজেমার সঙ্গে বিশ্বকাপ খেলতে পারেননি এনগোলো কান্তে, পল পগবা, প্রেসনেল কিমপেম্বে ও ক্রিস্টোফার এনকুকুর মতো ফুটবলাররা।

চোটে বিশ্বকাপ খেলতে পারেননি পগবা
ছবি: এএফপি

মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলে জয় পায় ফ্রান্স। সেই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। থাকবেন ফাইনালেও। সেমিফাইনালে গ্যালারিতে বসে দলের গোল উদ্‌যাপন করতে দেখা গেছে তাঁকে। ম্যাচ শেষে ফুটবলারদের সঙ্গে কথাও বলেন ফরাসি প্রেসিডেন্ট।

আরও পড়ুন

বেনজেমা দলের সঙ্গে কাতারে গিয়েছিলেন। তবে ফ্রান্সের প্রথম ম্যাচের তিন দিন আগে চোটে পড়েন তিনি। চিকিৎসকেরা সেরে ওঠার জন্য তিন সপ্তাহ সময় লাগবে বললে কাতার ছেড়ে যান বেনজেমা। এরই মধ্যে সুস্থও হয়ে উঠছেন ফরাসি তারকা। তাই ফাইনালে ওঠার পর থেকেই বেনজেমা খেলবেন কি না, এই নিয়ে কানাঘুষা শুরু হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানায়, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বেনজেমাকে বিশ্বকাপ দলে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের কথাতে অবশ্য বেনজেমার খেলার আভাস পাওয়া যায়নি। বেনজেমাকে ফাইনালে দেখা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে দেশম বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, দুঃখিত। দয়া করে পরের প্রশ্নটা করুন।’