‘আমি লিভারপুলের পরবর্তী কোচ’, বললেন আর্নে স্লট

লিভারপুলের কোচ হচ্ছেন আর্নে স্লটইনস্টাগ্রাম

সবকিছু নিশ্চিতই ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষাণা। আনুষ্ঠানিক সেই ঘোষাণাটাই এবার দিলেন আর্নে স্লট। লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। বলেছেন, আগামী মৌসুমে লিভারপুলের ডাগআউটে দেখা যাবে তাঁকে।

লিভারপুলের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করে স্লট বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে পরের বছর সেখানে (লিভারপুলে) কোচিং করাতে যাচ্ছি।’ এরপর স্লটের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ফেইনুর্ডও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘আর্নে স্লট যুগ শেষ হতে চলেছে। শেষ মুহূর্তটা উপভোগ করা যাক।’

আরও পড়ুন

আগামী রোববার এক্সেলসিয়রের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে শেষ হবে স্লট-ফেইনুর্ডের তিন বছরের সম্পর্ক। একই দিন উলভসের বিপক্ষে শেষ লিগ ম্যাচ দিয়ে লিভারপুলের সঙ্গে সাড়ে আট বছরের সম্পর্কের ইতি টানবেন ক্লপও।

২০২১ সাল থেকে ফেয়েনুর্ডের দায়িত্ব পালন করে আসছিলেন স্লট। ডাচ এই কোচের অধীনে দারুণ উন্নতি দেখায় এই ক্লাবটি। তাঁর অধীনে প্রথম মৌসুমে পয়েন্ট তালিকার তিনে থেকে শেষ করে ফেইনুর্দ। এরপর ক্লাবটিকে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালেও নিয়ে যান তিনি।

ফাইনালে অবশ্য জোসে মরিনিওর এএস রোমার বিপক্ষে ১–০ গোলে হেরে যায় ফেইনুর্ড। এরপর ২০২২–২৩ মৌসুমে ফেইনুর্ডকে ঠিকই লিগ শিরোপা এনে দেন এই কোচ। ফেইনুর্ডের হয়ে এ সাফল্য এবং আক্রমণাত্মক কোচিং দর্শনই এবার তাঁকে নিয়ে এসেছে লিভারপুলে।  

এর আগে গত জানুয়ারিতে মৌসুম শেষে ক্লপের লিভারপুল ছাড়ার সিদ্ধান্তের খবর জানায় ক্লাবটি। ক্লপের বিদায়ের খবর জানিয়ে লিভারপুল তখন বলেছিল, এই মৌসুম শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন।

আরও পড়ুন

ক্লপের বিদায় ঘোষণার পর লিভারপুলের কোচ হওয়ার সম্ভাব্য তালিকায় ছিলেন বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো। পরে আলোনসো অবশ্য লেভারকুসেনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ব্রাইটন কোচ ডি জেরবি এবং স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিমের নামও শোনা গিয়েছিল জোরের সঙ্গে। তবে সবাইকে ছাপিয়ে শেষ পর্যন্ত স্লটই নির্বাচিত হয়েছেন লিভারপুলের পরবর্তী কোচ।