ছাদখোলা বাসে মেয়েদের শোভাযাত্রা

ইউরোপিয়ান ফুটবলে দৃশ্যটা দেখা যায়। শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে শোভাযাত্রায় বের হয় দল। রাস্তার চারপাশে সমর্থক জড়ো হয়ে শুভেচ্ছা জানান খেলোয়াড়দের। নারী ফুটবল দলের সাফজয়ের সৌজন্যে এমন কিছু দেখা গেল বাংলাদেশেও। সাফ জয়ের পর আজ দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে নেমেছে নারী দল। সেখান থেকে ছাদখোলা বাসে খেলোয়াড়দের নিয়ে শোভাযাত্রা বের করা হয়।

বিমানবন্দর থেকে মেয়েদের বহনকারী বাস কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে যাবে বাফুফে ভবনে। আসুন দেখে নেই ছাদখোলা বাসে শোভাযাত্রার কিছু মুহূর্ত—

১ / ৮
বিমানবন্দরের সামনে খেলোয়াড়দের অপেক্ষায় ছাদখোলা বাস
ছবি: প্রথম আলো
২ / ৮
বাসের চারপাশে জনতার ভিড়। বিজয়ী মেয়েদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন প্রচুর মানুষ
ছবি: প্রথম আলো
৩ / ৮
নারী ফুটবল দলের খেলোয়াড়েরা বাসে ওঠার পর
ছবি: প্রথম আলো
৪ / ৮
নারী ফুটবল দলকে নিয়ে ছাদখোলা বাসের শোভাযাত্রা অনুসরণ করেন প্রচুর মানুষ
ছবি: প্রথম আলো
৫ / ৮
গর্বিত মেয়েদের হাতে বাংলাদেশের পতাকা
ছবি: প্রথম আলো
৬ / ৮
রাস্তা থেকে শুভেচ্ছা জানাচ্ছে অসংখ্য হাত। মেয়েরাও হাত নিয়ে উত্তর দিলেন শুভেচ্ছার
ছবি: প্রথম আলো
৭ / ৮
বাসের ব্যানারে লেখা ‘চ্যাম্পিয়নস’। তার ওপরে সত্যিকারের চ্যাম্পিয়নরা—বাংলাদেশের নারী ফুটবল দল। জনতার প্রতি হাত নাড়ছেন খেলোয়াড়েরা
ছবি: প্রথম আলো
৮ / ৮
সাবিনা–সানজিদাদের এই হাত নাড়া দেশের মানুষের প্রতি। দেশের মানুষের অঢেল সমর্থন পেয়েছেন মেয়েরা
ছবি: প্রথম আলো