মায়ামিতে মেসি-বুসকেতসদের কোচ হলেন মার্তিনো

জেরার্দো ‘টাটা’ মার্তিনোছবি: এএফপি

লিওনেল মেসির সঙ্গে যে তাঁর পুনর্মিলনী হচ্ছে সে খবর আগেই জানিয়েছিল সংবাদমাধ্যম। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। জেরার্দো ‘টাটা’ মার্তিনোকে কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়ে সেটাই জানিয়ে দিল ইন্টার মায়ামি। আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক এই কোচ মায়ামির দায়িত্ব পেয়েছেন। মেসি এখনো মায়ামির সঙ্গে চুক্তি করে আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে যোগ দেননি। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জুলাইয়ের প্রথম সপ্তাহেই চুক্তি সই করবেন মেসি। আর ১৬ জুলাই তাঁকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে মায়ামি। ৮ জুন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা দেন মেসি।

আরও পড়ুন

মায়ামির কোচ হওয়ার আগে মেক্সিকো জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন ৬০ বছর বয়সী মার্তিনো। এমএলএসে এর আগে কাজ করার অভিজ্ঞতা আছে এই আর্জেন্টাইন কোচের। ২০১৮ সালে আটলান্টা ইউনাইটেডকে শিরোপা জিতিয়েছেন। মায়ামিতে নতুন কোচ নিয়োগও প্রত্যাশিতই ছিল। এমএলএসের পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মায়ামি। এমন বাজে পারফরম্যান্সের কারণে মায়ামির কোচের পদ থেকে ছাঁটাই হন ইংল্যান্ডের সাবেক ফুলব্যাক ফিল নেভিল। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হাভিয়ের মোরালেসকে দিয়ে কাজ চালাচ্ছিল মায়ামি। মার্তিনো আসায় মেসির সঙ্গে তাঁর পুনর্মিলনী শুধুই সময়ের ব্যাপার।

মার্তিনোকে কোচ বানানো প্রসঙ্গে মায়ামির সহমালিক হোর্হে মাস বলেছেন, ‘ইন্টার মায়ামিতে আমরা টাটাকে (মার্তিনো) স্বাগত জানাই। ক্লাব হিসেবে আমাদের যে লক্ষ্য, সেটি তিনি পূরণ করতে পারবেন বলেই আমাদের বিশ্বাস। টাটা সর্বোচ্চ পর্যায়ে কোচিং করিয়েছেন। শিরোপা–লড়াইয়ে তাঁর সুবিশাল অভিজ্ঞতা কাজে লাগবে বলেই আমরা বিশ্বাস করি।’

খেলোয়াড়ি জীবনে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলা মার্তিনোও মেসির মতো আর্জেন্টিনার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ থেকে উঠে এসেছেন। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে মেক্সিকো বাদ পড়ার সঙ্গে মার্তিনোর চুক্তির মেয়াদও শেষ হয়েছিল। এর পর থেকেই বেকার বসে ছিলেন ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা মার্তিনো। আলেহান্দ্রো সাবেয়ার কাছ থেকে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি। মেসিদের নিয়ে ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি। ২০১৬ সালের ৫ জুলাই আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব ছাড়েন মার্তিনো।

আরও পড়ুন

আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার আগে বার্সেলোনার কোচ ছিলেন মার্তিনো। টিটো ভিলানোভা সরে দাঁড়ানোর পর ২০১৩ সালের ৭ জুলাই তাঁকে কোচ বানানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। ২০১৩-১৪ মৌসুমে মেসিদের নিয়ে বার্সাকে টানা ২১ ম্যাচ অপরাজিত রেখেছিলেন মার্তিনো। কিন্তু লিগ জিততে পারেননি। লিগের শেষ দিনে শিরোপা হারাতে হয়েছিল আতলেতিকো মাদ্রিদের কাছে। বার্সায় মাত্র এক বছর থাকা মার্তিনো ক্লাবটির হয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।

সেই মার্তিনো মায়ামিতে কোচ হয়ে ফিরে পাচ্ছেন তাঁর একসময়ের দুই শিষ্যকে—লিওনেল মেসি ও সের্হিও বুসকেতস। মেসির ঘোষণার পর বুসকেতস যোগ দেন মায়ামিতে। তাদের বিষয়ে সরাসরি কিছু বলেননি মার্তিনো। মায়ামির অফিশিয়াল অ্যাকাউন্টে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মার্তিনো শুধু বলেছেন, ‘নতুন যেসব খেলোয়াড় আসবেন, তাঁরা খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য।’

আরও পড়ুন