ইউল্যাব, ফারইস্ট ও শান্ত-মারিয়ামের জয়

ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে হারিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ছবি: তানভীর আহম্মেদ

তীব্র রোদেও এতটুকু ক্লান্তি নেই খেলোয়াড়দের। দলকে জেতাতে হবে। টিকে থাকতে হবে টুর্নামেন্টে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন দৃঢ়তার মধ্যই এক দল ম্যাচ জিতে পরের ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। হেরে যাওয়া দল নিচ্ছে বিদায়। এভাবেই সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এগিয়ে চলেছে প্রথমবারের মতো আয়োজন করা ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।

ঢাকা পর্বের তৃতীয় দিনে আজ সকালে প্রথম ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ১-০ গোলে হারিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটিকে। দুই দলই খেলেছে জেতার মতো ফুটবল। কিন্তু শক্তিতে কিছুটা এগিয়ে থাকা ইউল্যাব বাজিমাত করেছে শেষ দিকে গোল করে। মহামূল্যবান গোলটি করেন ইউল্যাবের জয়ের নায়ক রাকিব হোসেন । ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার এ এস এম হাসান।

আরও পড়ুন

দ্বিতীয় ম্যাচে যোগ্যতর দল হিসেবেই জিতেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ব্যবধান ৩-১। ফারইস্ট দলে আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নয়জন ফুটবলার। ঢাকা মোহামেডানের স্ট্রাইকার সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম আবাহনীর গোলকিপার পাপ্পু হোসেন, রহমতগঞ্জের গোলকিপার আরমান হোসেন, ডিফেন্ডার তানভীর হোসেন, রাইট উইঙ্গার স্বাধীন হোসেন এবং ঢাকা আবাহনীর দুজন মোহাম্মদ হৃদয় ও আল আমিন। মুক্তযোদ্ধার দুজন ডিফেন্ডার মাহদুদ হোসেন ফাহিম ও সাগর সরকার।

ফারইস্টের গোল উদ্‌যাপন
ছবি: প্রথম আলো

তবে নয়জনের ছয়জন খেলেছেন আজ। তাঁরা হলেন সাজ্জাদ, স্বাধীন, ফাহিম, সাগর, তানভীর ও আরমান। প্রথম গোলটি করেছেন সাজ্জাদ। পরের দুটি স্বাধীন। ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন স্বাধীন। পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. রকীব আহমেদ, ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার এ এস এম হাসান।

ব্র্যাককে হারিয়েছে ইউল্যাব
ছবি: প্রথম আলো

দিনের তৃতীয় ম্যাচের ১৯ মিনিটে আত্মঘাতী গোল খেয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সেই গোল তারা অনেক চেষ্টা করেও শোধ করতে পারেনি। প্রতিপক্ষ কৃষি বিশ্ববিদ্যালয়ও পারেনি ব্যবধান বাড়াতে। ফলে শেরেবাংলার জয়ের ব্যবধান শেষ পর্যন্ত ১-০–ই। ম্যাচে বেশ কয়েকটি গোল বাঁচিয়ে শেরেবাংলার জয়ে ভূমিকা রেখেছেন তাদের গোলকিপার রিফাত মনোয়ার। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনিই। পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার মোহাম্মদ এমদাদুল ইসলাম।

আরও পড়ুন

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে এবং রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে এ ম্যাচে লাল কার্ড দেখেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোচ মোাহাম্মদ সালাউদ্দিন। তিনি শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক। ম্যাচ কমিশনার এস এম সাদাফ হোসেনের রিপোর্ট অনুযায়ী, ম্যাচের শুরু থেকেই শেরেবাংলার কোচ মোহাম্মদ সালাউদ্দিন রেফারির বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে থাকেন।

৬–০ গোলের বড় জয় পেয়েছে শান্ত–মারিয়াম
ছবি: প্রথম আলো

৩৭ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে সালাউদ্দিন রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তাঁকে হলুদ কার্ড দেখানো হয়। এরপর তিনি রেফারিকে অশ্রাব্য ভাষায় গালাগাল করলে রেফারি তাঁকে ৩৮ মিনিটে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিস্কার করেন। তবে সালাউদ্দিন বলেছেন রেফারি সঠিক সিদ্ধান্ত দেননি বলে তিনি প্রতিবাদ করেন।

শেষ ৩২ মিনিট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডাগআউটে কোচের দায়িত্বে ছিলেন একজন নারী। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ পরচালক দেশের ক্রীড়াঙ্গনে চেনা মুখ ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা সামলান কোচের দায়িত্ব। সাবিরা উপভোগই করেছেন এমন দাায়িত্ব। ম্যাচ শেষে বলেছেন, ‘ভাবতেই পারিনি কোচ হিসেবে ডাগআউটে দাঁড়াতে হবে। কিন্তু পরিস্থিতির দাবি মেনে দাঁড়াতে হয়েছে। ভালোই লেগেছে ( হাসি)।’

দিনের শেষ ম্যাচে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ৬–০ গোলে হারিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে।