ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল: বিজিসি ও সিসিএন চূড়ান্ত পর্বে
নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিপক্ষে জয়ের পর আজ প্যাভিলিয়নের সামনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুমুল উল্লাস। সেখানে মধ্যমণি ম্যাচে দুই গোল করা আরমান ও অন্য খেলোয়াড়েরা। তাঁদের সেই উল্লাস বিকেলে উৎসবে রূপ নিল দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে ১-০ গোলে হারানোর পর। একই দিনে দুই জয়ে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের টিকিট পেয়ে গেছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়।
ঢাকায় হতে যাওয়া চূড়ান্ত পর্বে চট্টগ্রাম থেকে বিজিসির সঙ্গী হয়েছে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারা ২–১ ব্যবধানে জিতেছে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিপক্ষে। এর মধ্য দিয়েই শেষ হয়েছে এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। এর আগে রোববার একই মাঠে ১০টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের এবারের আসরের পর্দা উঠেছিল। চট্টগ্রাম পর্বের শেষ দিনে আজ হয়েছে চারটি ম্যাচ।
দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে দুটি গোল করেন রবিউল মজুমদার ও মনির হোসেন। চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির পক্ষে একটি গোল শোধ করেন মো. রুহুল্লাহ। বিজয়ী দলের সাজ্জাদ হোসেনের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ আবু হেনা মুস্তফা হেলাল।
দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিপক্ষে ম্যাচে বিজিসি ট্রাস্টের একমাত্র গোলটা করেছেন জিয়াউল হাসান। ম্যাচসেরা বিজিসির তৌহিদ বিন আলীর হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের বিপণন কর্মকর্তা মোহাম্মদ নুর নবী ও প্রথম আলোর উপমহাব্যবস্থাপক (প্রশাসন ও হিসাব) মনজুর মোরশেদ।
এর আগে সকালে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি স্পট কিকে ৪-২ গোলে হারায় ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়কে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ভালো খেলেও বিদায় নেয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। ম্যাচসেরা বিজয়ী দলের আবদুল্লাহ বিন এনামের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুনীল কৃষ্ণ দে ও ইস্পাহানি টি লিমিটেডের বিপণন ব্যবস্থাপক মো. নূরু নবী। উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল আবছার ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল।
দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২–১ গোলে হারায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়। দুই গোল করে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের আরমান, তাঁর পুরস্কার তুলে দেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুনীল কৃষ্ণ দে ও ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক আবদুস সালাম।
প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্ট চলছে। অংশ নিচ্ছে মোট ৪২টি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম পর্বের সমাপ্তির পর ২১ নভেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও ২৩ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়ামে ওই দুটি অঞ্চলের খেলা হবে। এরপর ২৭ নভেম্বর ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে শুরু হবে ঢাকার আঞ্চলিক পর্বের খেলা। একই ভেন্যুতে চূড়ান্ত পর্ব শুরু হবে ৫ ডিসেম্বর। গতবারের মতো এবারও এ আয়োজনের সম্প্রচার সহযোগী এটিএন বাংলা।