আজকের এল ক্লাসিকো বার্সেলোনা ও রিয়ালের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন
কোন প্রতিযোগিতার ম্যাচ, ট্রফির সমীকরণ আছে কি না—এসব প্রসঙ্গ ছাড়াই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা সমর্থকদের কাছে এল ক্লাসিকো সব সময়ই বিশেষ। তবে মর্যাদার লড়াই ছাপিয়েও আজকের এল ক্লাসিকোর গুরুত্ব অনেক। ২০২৪-২৫ মৌসুমে এরই মধ্যে তিনবার মুখোমুখি হয়েছে রিয়াল-বার্সা। আজ হচ্ছে শেষবার।
বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হতে যাওয়া ম্যাচটি লা লিগার। এই ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার অনেক কারণ।
কেন এবারের ক্লাসিকো বড়
এবারের লা লিগা শেষের পথে। দুই দলেরই এটি ৩৫তম ম্যাচ। গত ৩০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শেষের দিকের এল ক্লাসিকো, যেটির আগে শিরোপা নিষ্পত্তি হয়নি। এ মুহূর্তে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৫। সর্বশেষ ১৯৯৫ সালে রিয়াল-বার্সা লিগের ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল, যখন শিরোপার মীমাংসা হয়নি।
সেবার অবশ্য বার্সেলোনা শিরোপা লড়াইয়ে ছিলও না। এল ক্লাসিকো জেতার পরও ৩৮ ম্যাচ শেষে বার্সেলোনা ছিল ৪৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে। রিয়াল লিগ জিতেছিল ৫৫ পয়েন্টে। দ্বিতীয় হয়েছিল দেপোর্তিভো লা করুনা। এবার রিয়াল-বার্সা ৩৫তম ম্যাচে মুখোমুখি তো হচ্ছেই, শিরোপার লড়াইটাও করছে নিজেদের মধ্যেই।
শিরোপার সমীকরণ মেলানোর মুহূর্তে দুই দল এর চেয়ে কাছাকাছি সময়ে মুখোমুখি হয়েছে ২০০৯ ও ২০১২ সালে। দুবারই লিগের ৩৪তম ম্যাচে। প্রথমটিতে রিয়ালের মাঠে বার্সা জিতেছিল ৬-২ গোলে, পরেরটিতে বার্সার মাঠে রিয়াল জিতেছিল ২-১ গোলে।
উত্থান-পতনের লিগ
অক্টোবরে প্রথম লেগের খেলায় মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারিয়ে ৬ পয়েন্টে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ডিসেম্বরে একের পর এক ম্যাচে পয়েন্ট খুইয়ে (৭ ম্যাচে ১ জয়) বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদের কাছে জায়গা হারায়।
এরপর জানুয়ারিতে বার্সার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ফেব্রুয়ারিতে তারা খেই হারিয়ে ফেললে মার্চের দিকে দুই দলের পয়েন্ট চলে আসে কাছাকাছি। তখন থেকেই লা লিগায় দুই ঘোড়ার লড়াইয়ে পরিণত।
এ মুহূর্তে লা লিগায় টানা ১৫ ম্যাচ অপরাজিত বার্সেলোনা (১৩ জয়, ২ ড্র)। এ ছাড়া একই সময়ে রিয়ালকে হারিয়েছে স্প্যানিশ সুপারকাপ (৫-২) এবং কোপা দেল রেতে (৩-২)।
বার্সেলোনার কী পাওয়ার আছে
হান্সি ফ্লিকের দল স্প্যানিশ সুপার কাপ জিতেছে, কোপা দেল রে জিতেছে। চ্যাম্পিয়নস লিগে খেলেছে সেমিফাইনাল। মৌসুমে এখন পর্যন্ত তিনটি এল ক্লাসিকোতেই জয়ও বড় সাফল্য। এখন শেষটি জিতলে চার এল ক্লাসিকোর সঙ্গে লিগ ট্রফি আসবে হাতের নাগালে।
রিয়ালের কী পাওয়ার আছে
এখন পর্যন্ত রিয়াল এ মৌসুমে কিছুই জেতেনি। এমনকি চ্যাম্পিয়নস লিগের ১৫ বারের শিরোপাজয়ীরা এবার এই প্রতিযোগিতায় আটকে গেছে কোয়ার্টার ফাইনালে। এখন পুরো মৌসুমে প্রাপ্তি হতে পারে শুধু লিগটাই। নইলে হাত শূন্য থাকবে। যা আবার কোচ কার্লো আনচেলত্তি শেষ মৌসুম হতে চলেছে।
যদি বার্সেলোনা জেতে
বার্সা জিতলে পয়েন্ট হবে ৮২, রিয়াল আটকে থাকবে ৭৫-এ। তখন বাকি তিন ম্যাচের মাত্র একটিতে জিতলেই লা লিগা জিতে যাবে বার্সেলোনা। এমনকি রিয়াল তাদের পরবর্তী ম্যাচে মায়োর্কাকে হারাতে ব্যর্থ হলেও বার্সার ট্রফি জয় নিশ্চিত হয়ে যাবে।
যদি ড্র হয়
বার্সেলোনা রিয়ালের তুলনায় ৪ পয়েন্টেই (৮০ বনাম ৭৬) এগিয়ে থাকবে। যা বার্সার জন্য ইতিবাচক। কারণ, এরপর রিয়ালের শিরোপা জয়ের সুযোগ তৈরি হবে, যদি বার্সা শেষ তিন ম্যাচে ৫ পয়েন্ট হারায়।
যদি রিয়াল মাদ্রিদ জেতে
রিয়ালের পয়েন্ট হবে ৭৮, বার্সেলোনা আটকে থাকবে ৭৯-তে। মাদ্রিদের সম্ভাবনা বাড়বে। কারণ, রিয়াল পরের তিন ম্যাচই অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ মায়োর্কা (হোম), সেভিয়া (অ্যাওয়ে) ও সোসিয়েদাদ (হোম)। কারণ, বার্সার শেষ তিন ম্যাচের একটি এসপানিওলের মাঠে। এসপানিওল ঘরের মাঠের সর্বশেষ ১২ ম্যাচে হেরেছে মাত্র একটি। এরপর আছে ভিয়ারিয়াল ও বিলবাও, যে দুটি ক্লাব লিগে যথাক্রমে পঞ্চম ও চতুর্থ স্থানে আছে।