নেইমারের পিএসজি ছাড়া নিয়ে যা বললেন এনরিকে

পিএসজি ছেড়ে কোথায় যাবেন নেইমারছবি: এএফপি

পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে পিএসজি। লুইস এনরিকের কাঁধেই এখন পিএসজিকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব। কিন্তু তাঁর জন্য চ্যালেঞ্জটা মোটেও সহজ নয়। মৌসুম শেষে দল ছেড়েছেন লিওনেল মেসি। পিএসজি ছেড়ে আর্জেন্টাইন অধিনায়ক এখন ইন্টার মায়ামিতে। দলের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পের দলবদলকে ঘিরে চলছে উদ্ভট সব কাণ্ড। এমবাপ্পে সমস্যার সমাধান হতে হয়তো আরও কিছু সময় লাগবে। এর মধ্যেই নেইমারও জানিয়ে দিয়েছেন তিনি পিএসজি ছাড়তে চান। অর্থাৎ গত মৌসুমে দলের সেরা তিন তারকাকে ছাড়াই এখন পরিকল্পনা সাজাতে হচ্ছে এনরিকেকে।

জটিলতা শুধু এটুকুতেই আটকে নেই। উসমান দেম্বেলেকে দলে ভেড়াতে গিয়েও বিপাকে পড়েছে পিএসজি। এখনো ঝুলে আছে তাঁর দলবদল। এসব জটিলতা নিয়েই শনিবার রাতে মৌসুমের প্রথম ম্যাচে লরিয়াঁর বিপক্ষে মাঠে নামতে হবে পিএসজিকে। তবে পরিস্থিতি যেমনই হোক, পিএসজির দর্শন স্পষ্ট—সবকিছুর ঊর্ধ্বে ক্লাব। মৌসুমের প্রথম ম্যাচ সামনে নেইমার-এমবাপ্পেদের ক্লাব ছেড়ে যাওয়া এবং দেম্বেলের আসা নিয়ে কথা বলেছেন কোচ এনরিকে।

আরও পড়ুন

নেইমারের পিএসজি ছাড়া নিয়ে জানতে চাইলে এনরিকে বলেছেন, ‘ক্লাবের দর্শন খুবই স্পষ্ট। ক্লাব খেলোয়াড় এবং কোচ সবকিছুর ঊর্ধ্বে। আর নেইমারের বিষয় নিয়ে বলতে চাই, আমার কাছে নিয়ম হলো খেলোয়াড়দের সঙ্গে হওয়া আলাপকে ব্যক্তিগত পর্যায়েই রাখা। আমার শব্দের চেয়ে কাজই বেশি কথা বলবে।’

পিএসজি কোচ লুইস এনরিকে
ছবি : পিএসজি ওয়েবসাইট

দলের একের পর এক তারকা ফুটবলার ক্লাব ছেড়ে যাওয়ায় পিএসজি বিকল্প হিসেবে দেম্বেলেকে কিনতে যাচ্ছে। কিন্তু কাগজপত্রসংক্রান্ত জটিলতায় আটকে আছে তাঁর আসাও। তবে এনরিকে জানিয়েছেন এমবাপ্পে এখনো ৯৯ শতাংশ পিএসজির খেলোয়াড়, ‘এখন পর্যন্ত দেম্বেলে পিএসজির খেলোয়াড় নয়। এখনো কিছু বিষয় বাকি আছে। সে লরিয়াঁর বিপক্ষে আগামীকালের ম্যাচে থাকবে না। আর এমবাপ্পে ১০০% পিএসজির খেলোয়াড় নয়। কিন্তু সে ৯৯% পিএসজির খেলোয়াড়।’

আরও পড়ুন

নতুন মৌসুমে দলকে খেলানোর ধরন কেমন হবে জানতে চাইলে এনরিকে বলেন, ‘আমি টোটাল ফুটবল চাই, আক্রমণাত্মক ও প্রেসিং ফুটবল দিয়ে সমর্থকদের আনন্দ দিতে চাই। আমরা সবাই পেশাদার।’